Home বিনোদন সংকটকালীন পরিস্থিতিতে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে গান গাইবে কলকাতার মেয়ে

সংকটকালীন পরিস্থিতিতে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে গান গাইবে কলকাতার মেয়ে

সংকটকালীন পরিস্থিতিতে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে গান গাইবে কলকাতার মেয়ে

শিল্পী সোমা দাস আগামী ১৮ই জুলাই লন্ডনের ডি মন্টফ্রট বিশ্ববিদ্যালয়
লেস্টারে আয়োজিত দক্ষিণ এশীয় ঐতিহ্য মাস হিসাবে পালিত অনুষ্ঠান “মানব উৎসব” এ বাংলার মাটির গান করার সুযোগ পেয়েছেন।

ভারতীয় মার্গ সঙ্গীত ও দক্ষিণীতে রবি ঠাকুরের গানে ডিপ্লোমা করেছেন
উত্তর কলকাতার মেয়ে সোমা দাস। লোকসঙ্গীতের প্রতি গভীর টান থেকেই তিনি লোকশিল্পী, উপজাতীয় সংগীতশিল্পী, পথ সংগীতশিল্পীর সাথে কাজ করেছেন। লালান ফকির , দ্বিজ দাস, আব্দুল করিম প্রত্যেকেই তাঁদের গানে যে মানবতার কথা বলে গেছেন করোনার মহামারীতে লন্ডনের অনুষ্ঠানে এই মানবতার সুর ছড়িয়ে দেবেন তিনি ।

কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভালের প্রথম মরসুমের সাথে সোমা যুক্ত ছিলেন।
রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।
তাঁর “ফিরে আসছি” গানটির প্রকাশ অনুষ্ঠানে প্রথমবার বোলপুর থেকে উপস্থিত ছিল বহুরূপীর একটি দল। সংগীতশিল্পী রুপঙ্কর এর কথা ও সুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে আরও একটি একক গান “একুশের গান” প্রকাশ করেছিলেন তিনি।

তার কলকাতার সফরে বাউলদের সাথে শান্তিনিকেতনে শ্যুটিং করেন তিনি, সাঁওতালি সংগীতশিল্পীদের সাথে নৃত্যের মাধ্যমে শিকড়কে ভালোবেসে এগিয়ে চলেন তিনি।

বিশ্বকে একসুতোয় বাঁধতে পারে সংগীত, যার কোনো ধর্ম নেই। মহামারীর এই সংকটকালীন পরিস্থিতিতে সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের আতঙ্ক,যন্ত্রণা লাঘব করতেই এই প্রয়াস জানিয়েছেন সোমা দাস।

- Advertisment -

জনপ্রিয়

অভিজ্ঞান মুখোপাধ্যায় পরিচালিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চিত্রায়িত হচ্ছে কলকাতায়…

"ফ্যান্টাসম" নামের স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রটি নীলাদ্রি শঙ্কর রায় প্রযোজনা করেছিলেন। পরবর্তীতে, পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায় বাকি চারটি ভিন্ন ভিন্ন গল্পকে একে অপরের সাথে যুক্ত করে একটি ভিন্ন...

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...