ভারত চীন সংঘর্ষে মৃত শহীদদের শ্রদ্ধা জানালেন সংসদ লকেট চ্যাটার্জী। তিনি বলেন বাংলার সন্তানদের এই আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। এদিন বীরভূম জেলায় মোহাম্মদ বাজারের বেলঘরিয়া গ্রামে উপস্থিত হন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সাংসদ সৌমিত্র খাঁ পরিবারের প্রতি সান্তনা দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষার্থে দেশের সন্তানদের আত্মত্যাগ সমগ্র বঙ্গ তথা দেশ বাসী স্মরনে রাখবে। এই সংকটময় সময়ে দেশবাসী দের একে অপরের পাশে দাঁড়াতে হবে।
সোমবার রাতে এই ভারত চীন সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর 20 জন সেনা শহীদ হোন। তাদের মধ্যে একজন বীরভূমের ছেলে। তার নাম রাজেশ ওরাও। লকেট চ্যাটার্জী শহীদ সেনার পরিবারের পাশে এসে দাঁড়ানI এটা রাজনীতির সময় নয়, আত্মস্বর্গীকৃত দেশ জওয়ান দের শ্রদ্ধা ও সম্মান জানানোর সময়”, জানান সাংসদ। পাশাপাশি তিনি আবেদন করেন সেখানকার স্কুল যেনো তাদের নামে হয়। শহীদের পরিবারের সঙ্গে তিনি কথা বলেন ও তাদের সমবেদনা জানান। তিনি আরো বলেন দেশের সমস্ত মানুষ তাদের পাশে আছেন।