Home বিনোদন লকডাউনের মেজাজে মন চাঙা করা 'কোলাজ' এর নতুন গান " চল যাই"

লকডাউনের মেজাজে মন চাঙা করা ‘কোলাজ’ এর নতুন গান ” চল যাই”

লকডাউনের মেজাজে মন চাঙা করা ‘কোলাজ’ এর নতুন গান

লকডাউনের ম‍্যাড়মেড়ে মেজাজে দর্শকদের মন চাঙা করতে কোলাজ নিয়ে সম্প্রতি INRECO এ তাদের নতুন গান ” চল যাই” প্রকাশ করেছে। মিউজিক ভিডিও “চল যাই” তে দর্শকরা পাবেন নস্টালজিয়ার দারুন অনুভূতি, পুরোনো সম্পর্কের টান এবং হারিয়ে যাওয়া দিনগুলিতে ফিরে যাওয়ার অভিজ্ঞতা।
চল যাই মিউজিক ভিডিওটির রচনা বেশ কয়েকবছর আগে শুরু হয়েছিল যখন তিন পুরোনো ব‍্যান্ডের সদস‍্য বন্ধু বানি, অনিত ও সুর্য পুনর্মিলিত হয়ে কাজের পরিকল্পনা করছিলেন। তবে অবশ‍্য বেশ কিছু ব‍্যক্তিগত ও পেশাগত প্রতিকূল প্রেক্ষাপটে তাদের দল বেঁধে ওঠা সম্ভব হয়নি। অন‍্যদিকে সোমনাথ(বেস গিটার), দীপায়ন( ড্রামস) এবং প্রতিভাবান সঙ্গীতশিল্পী অর্নব( গিটার) একটি মিউজিক ব‍্যান্ডের পরিকল্পনা করছিলেনআর সেখানে তাদের সঙ্গে জুটি বাধলেন কন্ঠশিল্পী সুর্য।

এরপরই অর্নব গানটির পরবর্তী পঙতিটি লিখে ফেলেন আর দীপায়ন ব‍্যান্ডটির নাম করেন কোলাজ। প্রত‍্যেকের আপ্রান প্রচেষ্টাতেই যথাযথ রুপ পায় ” চলো যাই”। সংগীতশিল্পী মধু মুখোপাধ‍্যায় রেকর্ডিং সেশনটিতে অংশগ্রহণ করে সবাইকে উৎসাহ দেন।এছাড়াও ব‍্যান্ডটি “চল যাই ” গানটি লাইভ শোতে পরিবেশন করে বেশ ভাল সাড়া পেয়েচিল। আর সেই উৎসাহই মিঊজিক ভিডিও করার আত্মবিশ্বাসের রসদ জোগায়।
লকডাউনের সময় যখন সবাই জীবনের একটি নেতিবাচক সময়ের মধ‍্য দিয়ে চলছেন তখন এই মিউজিক ভিডিও জনসাধারণের কাছে কিছু তাজা নিঃশ্বাসের সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।

- Advertisment -

জনপ্রিয়

রাতের রজনীগন্ধা || এ বি ও অরিজিনালস || কলমে- জয়িতা চক্রবর্তী

মেয়েটাকে এত রাতে বাগানে এভাবে একলা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো নীল। হাসপাতালে আজ নীলের প্রথম দিন। রাত এখন প্রায় একটা। ফার্ষ্ট ফ্লোরে...

দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলো হলো মেনি ২

আজ থেকে প্রায় সাত মাস আগে মুক্তি পেয়েছিলো হুলো মেনি এর প্রথম পর্ব। সেটা দেখার পর থেকেই দর্শক উৎসুক হয়ে বসেছিলো অপেক্ষায়. যে কবে...

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...