Home বিনোদন লকডাউনের মেজাজে মন চাঙা করা 'কোলাজ' এর নতুন গান " চল যাই"

লকডাউনের মেজাজে মন চাঙা করা ‘কোলাজ’ এর নতুন গান ” চল যাই”

লকডাউনের মেজাজে মন চাঙা করা ‘কোলাজ’ এর নতুন গান

লকডাউনের ম‍্যাড়মেড়ে মেজাজে দর্শকদের মন চাঙা করতে কোলাজ নিয়ে সম্প্রতি INRECO এ তাদের নতুন গান ” চল যাই” প্রকাশ করেছে। মিউজিক ভিডিও “চল যাই” তে দর্শকরা পাবেন নস্টালজিয়ার দারুন অনুভূতি, পুরোনো সম্পর্কের টান এবং হারিয়ে যাওয়া দিনগুলিতে ফিরে যাওয়ার অভিজ্ঞতা।
চল যাই মিউজিক ভিডিওটির রচনা বেশ কয়েকবছর আগে শুরু হয়েছিল যখন তিন পুরোনো ব‍্যান্ডের সদস‍্য বন্ধু বানি, অনিত ও সুর্য পুনর্মিলিত হয়ে কাজের পরিকল্পনা করছিলেন। তবে অবশ‍্য বেশ কিছু ব‍্যক্তিগত ও পেশাগত প্রতিকূল প্রেক্ষাপটে তাদের দল বেঁধে ওঠা সম্ভব হয়নি। অন‍্যদিকে সোমনাথ(বেস গিটার), দীপায়ন( ড্রামস) এবং প্রতিভাবান সঙ্গীতশিল্পী অর্নব( গিটার) একটি মিউজিক ব‍্যান্ডের পরিকল্পনা করছিলেনআর সেখানে তাদের সঙ্গে জুটি বাধলেন কন্ঠশিল্পী সুর্য।

এরপরই অর্নব গানটির পরবর্তী পঙতিটি লিখে ফেলেন আর দীপায়ন ব‍্যান্ডটির নাম করেন কোলাজ। প্রত‍্যেকের আপ্রান প্রচেষ্টাতেই যথাযথ রুপ পায় ” চলো যাই”। সংগীতশিল্পী মধু মুখোপাধ‍্যায় রেকর্ডিং সেশনটিতে অংশগ্রহণ করে সবাইকে উৎসাহ দেন।এছাড়াও ব‍্যান্ডটি “চল যাই ” গানটি লাইভ শোতে পরিবেশন করে বেশ ভাল সাড়া পেয়েচিল। আর সেই উৎসাহই মিঊজিক ভিডিও করার আত্মবিশ্বাসের রসদ জোগায়।
লকডাউনের সময় যখন সবাই জীবনের একটি নেতিবাচক সময়ের মধ‍্য দিয়ে চলছেন তখন এই মিউজিক ভিডিও জনসাধারণের কাছে কিছু তাজা নিঃশ্বাসের সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।

- Advertisment -

জনপ্রিয়

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...

কলকাতা শহরের গল্প নিয়ে আসছে পাভেল এর নতুন ছবি “কলকাতা চলন্তিকা”…

কলকাতা শহরের গল্প নিয়ে আসতে চলেছে পাভেল পরিচালিত নতুন ছবি "কলকাতা চলন্তিকা"। এর আগে পাভেল পরিচালিত 'বাবার নাম গান্ধীজী', 'রসগোল্লা', 'অসুর'-এর মতো ছবি সিনেমাপ্রেমীদের মন...

লাল চোখে কুটিল হাসি “রাবণ” অবতারে ছবি পোস্ট করে চমকে দিলেন অভিনেতা জিৎ…

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বিনোদন জগৎ। এই দুৃর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ-এর দক্ষিণী ছবি ‘নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল রিমেক ‘বাজি’। এই ছবিতে জিতের বিপরীতে অভিনয়...

মুক্তি পেলো Asheq Manzur প্রযোজিত এবং Arup Sengupta পরিচালিত মিউজিক ভিডিও “অনুভবে” টিজার…

3p প্রোডাকশনের পক্ষ থেকে এবং Arup Sengupta-র পরিচালনায় ২০ অক্টোবর মুক্তি পেতে চলেছে "অনুভবে" মিউজিক ভিডিওটি. সম্প্রতি মুক্তি পেলো "অনুভবে" মিউজিক ভিডিওটির টিজার. বাংলাদেশ...