Home জেলার খবর চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ

চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ

চা বাগানে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ । মেটেলি ব্লকের ইনডং চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় সেটি ধরা পড়ে । বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিকরা ওই খাঁচা থেকে চিতাবাঘের গর্জন শুনতে পায় । কাছে গিয়ে দেখে যে একটি বড়ো চিতাবাঘ খাঁচায় লাফালাফি করছে । এরপরেই খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায় ।

খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে । বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘটি নিয়ে যায়। বাগান সূত্রে জানা যায় , গত ২১ মে চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হানায় এক শ্রমিক জখম হন । এরপর বাগান কর্তৃপক্ষ বাগানে খাঁচা বসানোর জন্য বনদপ্তর কে দাবি জানায়। সেইমত ২৩ মে বাগানের বি ৮ সেকশনে ওই খাঁচা বসানো হয় ।খাঁচা বসানোর ৩ দিন পরেই এদিন ওই চিতাবাঘটি বন্দি হয় । চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় শ্রমিকদের আতঙ্ক কিছুটা দূর হয় ।তবে বাগানে আরও চিতাবাঘ আছে বলে শ্রমিকদের দাবি । খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গেছে যে চিতাবাঘটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।আবার ওই জায়গাটিতে খাচা বসানো হবে।

সূত্র :- কুশল দাশগুপ্ত, উত্তরবঙ্গ

- Advertisment -

জনপ্রিয়

সহজে ডাটা ট্রান্সফার করুন ৫ জিবি পর্যন্ত

ডাটা ট্রান্সফার আজকের দিনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছ। ফাইল ট্রান্সফার এর ওয়েবসাইট অনলাইন এ অনেক আছে, কিন্তু আপনি ব্যবহার করবেন কোনটি , কোনটি...

কাজের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে সরস্বতী নাট্যশালা

২০২২ এর শুরুতেই নেতাজীনগর সরস্বতী নাট্যশালা জোর কদমে তাদের কাজ শুরু করে দিয়েছে । গত এপ্রিল, মে, জুন পরপর তাদের চলতি নাটক মঞ্চস্থ করার...

দেশে নিষিদ্ধ হচ্ছে ফুচকা | ফুচকা প্রেমীদের মাথায় হাত

নেপালে আপাতত নিষিদ্ধ হচ্ছে ফুচকা। আজ সকালে এই ঘোষনা করা হয়েছে নেপাল সরকারের তরফ থেকে। সরকারের তরফ থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে না বলা...

‘আর কাউকে অভিশাপ দেবেন না প্লিজ’, KK-র মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার রোষানলে গায়ক রূপঙ্কর বাগচি

৩০ ও ৩১ তারিখ দুটি শো এর জন্য কলকাতায় এসেছিলেন KK। কিন্তু KK এর আসার অনেক আগে থেকেই KK -র লাইভ পারফরমেন্স জন্য উদ্দীপনা...