বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক , চলছে লকডাউন ২.০। এরই মধ্যে দোয়ার মত স্বল্প দৈর্ঘ্যের ছবি রিলিজের পর, KSS Production & Entertainment এর নতুন প্পর্টফর্ম KSS the Originals থেকে মুক্তি পেলো আরো একটি অসাধারণ স্বল্প দৈর্ঘ্যের ছবি “ব্রাইড অন এ রাইড“। ছবিটি দেখা যাবে KSS THE ORIGINALS এর ইউটিউব চ্যানেল থেকে।
KSS PRODUCTION & ENTERTAINMENT এর কর্ণধার কান সিং সোধার অনুপ্রেরনায় একের পর এক অনবদ্য ও প্রশংসা করার মতো ছোটো ছবি ও মিউজিক ভিডিও তৈরি করে চলেছে KSS THE ORIGINALS & MUSIC
দোয়া ছিলো এক অন্য জনারের ছবি। কিন্তু “ব্রাইড অন এ রাইড” ছবির গল্প একেবারে অন্য রকম। এই ছবির গল্প এক রানওয়ে ব্রাইডকে নিয়ে। বিয়ের কনে তার বন্দী প্রেমিককে উদ্ধার করতে একটা বাইক-ট্যাক্সি ভাড়া করে, আর তারপরই তার জীবনে ঘটতে থাকে নানা অপ্রত্যাশিত অথচ ইন্টারেস্টিং ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? তা জানতে অবশ্যই KSS THE ORIGINALS এর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে “ব্রাইড অন এ রাইড”
“ব্রাইড অন এ রাইড” ছবির পরিচালনা করেছেন অনল চক্রবর্তী। এর আগে পরিচালক অনল চক্রবর্তী অসংখ্য ধারাবাহিক পরিচালনা করেছেন যেমন, “কনকাঞ্জলী“, “ভাষা“, “তুমি আসবে বলে“, “রবি ঠাকুরের গল্প“, “প্রথম প্রতিশ্রুতি” ইত্যাদি। এছাড়াও তিনি অ্যাসোসিয়েট পরিচালক ও অ্যাসিস্ট্যান্ট পরিচালক হিসেবে কাজ করেছেন “চতুরঙ্গ“, “পরান যায় জ্বলিয়া রে“, “মহানগর@কোলকাতা“, “চকলেট” এর মত জনপ্রিয় ছবিতে। এবার তিনি দর্শকের কাছে নিবেদন করলেন ভিন্ন স্বাদের নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি “ব্রাইড অন এ রাইড”।
ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নেহা দাস, সৌরভ বসাক, ডক্টর শ্যাম সুন্দর সেনগুপ্ত এবং পার্থ মুখার্জী। ছবির কাহিনী লিখেছেন ক্যামেলিয়া ও মলয়। ক্যামেরায় ছিলেন আশীষ হালদার, ছবির সম্পাদনা করেছেন দীপঙ্কর দাস, ছবির আবহ সঙ্গীত নির্মাণ করেছেন দ্বৈপায়ন দাশগুপ্ত, মেকআপ এর দায়িত্বে ছিলেন সুরজিৎ বারিক। আশা করা যায় এই প্যান্ডেমিক পরিস্থিতিতে দর্শকের মন জয় করবে অনল চক্রবর্তীর ছোটো ছবি “ব্রাইড অন এ রাইড“।