Home শর্ট ফিল্ম KSS Production & Entertainment এর প্রযোজনায় মুক্তি পেলো ওয়ান শট শর্ট ফিল্ম...

KSS Production & Entertainment এর প্রযোজনায় মুক্তি পেলো ওয়ান শট শর্ট ফিল্ম “স্মাইল”

কান সিং সোধার প্রযোজনা সংস্থা KSS Production & Entertainment এর নতুন প্লাটফর্ম KSS The Original & Music থেকে মুক্তি পাচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ছবি ও মিউজিক ভিডিও। কিন্তু এবার KSS The Original & Music এর পক্ষ থেকে সামনে এলো এক নতুন চমক। মুক্তি পেল বাংলার প্রথম ওয়ান শট শর্ট ফিল্ম “স্মাইল”। এই শর্ট ফিল্মটি দেখা যাবে KSS THE ORIGINALS ইউটিউব চ্যানেলে। ছবির পরিচালক শান্তনু ভট্টাচার্য্য। এর আগে KSS The ORIGINALS এ মুক্তি পেয়েছিল শান্তনু ভট্টাচার্য পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “দোয়া”। এই ছবি দর্শকের মন জয় করেছিল। আবারও KSS The ORIGINALS এর পক্ষ থেকে মুক্তি পেলো শান্তনু ভট্টাচার্য পরিচালিত ওয়ান শট শর্ট ফিল্ম “স্মাইল”।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা “প্রান্তিক ব্যানার্জী”। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রণিত মোদক, অন্বেষা ব্যানার্জী, পায়েল মুখার্জী, বাবিন দাস, ইদ্র, ঋক প্রমূখ।

ছবির প্রেক্ষাপট ২০২০ সালের শেষদিন। সেই দিনের এক বিশেষ মুহূর্তে একই সঙ্গে নানান মানুষের জীবনে ঘটতে থাকে নানান ঘটনা। প্রেমের বিচ্ছেদ থেকে শুরু করে ছোট্ট মেয়ের বাবার কাছে নিষ্পাপ প্রশ্ন করা। সব কিছুই মুহূর্তে শুরু আবার মুহূর্তেই শেষ। কিন্তু থেকে যায় ভাবনার রেশ, বছর শেষ হতেই শুরু হয় নতুন বছরের জন্য রেজোলিউশন নেওয়া। জীবনে অক্লান্ত দৌড়ের পর মানুষ ভুলে যাচ্ছে প্রাণ খুলে হাসতে। এই হাসতে ভুলে যাওয়া একদল মানুষের গল্প নিয়েই এই ওয়ান শট শর্ট ফিল্ম “স্মাইল”।একটি শটেই পুরো ছবি শ্যুট করেছেন শান্তনু। ছবির কাহিনী লিখেছেন শান্তনু ও অনুরাগ। ছবির অ্যাসোসিয়েট পরিচালক এর দায়িত্বে ছিলেন বাবিন দাস। অ্যাসিস্টেন্ট পরিচালকের দায়িত্বে ছিলেন দীপক দাস, ক্যমেরার দায়িত্বে ছিলেন অভিষেক চক্রবর্তী। ছবির আবহ সঙ্গীত নির্মাণ করেছেন প্রদ্যুৎ চ্যাটার্জী, ছবির সম্পাদনা করেছেন বিক্রমজিত দাস ও দ্যুবে, পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন RGB LAB

ছবিটি দেখতে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন:

- Advertisment -

জনপ্রিয়

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...

সানি রায়ের পরিচালনায় ‘বিষাক্ত মানুষ’-এর গল্প নিয়ে আসছে সৌরভ, সুমনা, রূপসা…

সানি রায়ের পরিচালনায় বড়ো পর্দায় 'বিষাক্ত মানুষ'-এর গল্প নিয়ে আসছে সৌরভ, সুমনা, রূপসা। সোনম মুভিজের প্রযোজনায় এবং সানি রায়ের পরিচালনায় বড়ো পর্দায় আসছে এক...

বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক সৌম্যজিৎ আদকের প্রথম ছবি ‘অল্প হলেও সত্যি’…

বাংলা ইন্ডাস্ট্রিতে সৌম্যজিৎ আদক এখন বেশ পরিচিত নাম। যার পরিচালনা করা একাধিক শর্ট ফিল্ম দর্শকের মন জয় করেছেন। এবার তিনি ডেবিউ করতে চলেছেন বড়ো...

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...