কান সিং সোধার প্রযোজনা সংস্থা KSS Production & Entertainment এর নতুন প্লাটফর্ম KSS The Original & Music থেকে মুক্তি পাচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ছবি ও মিউজিক ভিডিও। কিন্তু এবার KSS The Original & Music এর পক্ষ থেকে সামনে এলো এক নতুন চমক। মুক্তি পেল বাংলার প্রথম ওয়ান শট শর্ট ফিল্ম “স্মাইল”। এই শর্ট ফিল্মটি দেখা যাবে KSS THE ORIGINALS ইউটিউব চ্যানেলে। ছবির পরিচালক শান্তনু ভট্টাচার্য্য। এর আগে KSS The ORIGINALS এ মুক্তি পেয়েছিল শান্তনু ভট্টাচার্য পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “দোয়া”। এই ছবি দর্শকের মন জয় করেছিল। আবারও KSS The ORIGINALS এর পক্ষ থেকে মুক্তি পেলো শান্তনু ভট্টাচার্য পরিচালিত ওয়ান শট শর্ট ফিল্ম “স্মাইল”।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা “প্রান্তিক ব্যানার্জী”। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রণিত মোদক, অন্বেষা ব্যানার্জী, পায়েল মুখার্জী, বাবিন দাস, ইদ্র, ঋক প্রমূখ।
ছবির প্রেক্ষাপট ২০২০ সালের শেষদিন। সেই দিনের এক বিশেষ মুহূর্তে একই সঙ্গে নানান মানুষের জীবনে ঘটতে থাকে নানান ঘটনা। প্রেমের বিচ্ছেদ থেকে শুরু করে ছোট্ট মেয়ের বাবার কাছে নিষ্পাপ প্রশ্ন করা। সব কিছুই মুহূর্তে শুরু আবার মুহূর্তেই শেষ। কিন্তু থেকে যায় ভাবনার রেশ, বছর শেষ হতেই শুরু হয় নতুন বছরের জন্য রেজোলিউশন নেওয়া। জীবনে অক্লান্ত দৌড়ের পর মানুষ ভুলে যাচ্ছে প্রাণ খুলে হাসতে। এই হাসতে ভুলে যাওয়া একদল মানুষের গল্প নিয়েই এই ওয়ান শট শর্ট ফিল্ম “স্মাইল”।
একটি শটেই পুরো ছবি শ্যুট করেছেন শান্তনু। ছবির কাহিনী লিখেছেন শান্তনু ও অনুরাগ। ছবির অ্যাসোসিয়েট পরিচালক এর দায়িত্বে ছিলেন বাবিন দাস। অ্যাসিস্টেন্ট পরিচালকের দায়িত্বে ছিলেন দীপক দাস, ক্যমেরার দায়িত্বে ছিলেন অভিষেক চক্রবর্তী। ছবির আবহ সঙ্গীত নির্মাণ করেছেন প্রদ্যুৎ চ্যাটার্জী, ছবির সম্পাদনা করেছেন বিক্রমজিত দাস ও দ্যুবে, পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন RGB LAB
ছবিটি দেখতে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন: