জেনে নিন ভেষজ গুণসম্পন্ন থানকুনি পাতার গুনাগুন
থানকুনি পাতা খুবই পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ।
গ্রামের দিকে বহু আগে থেকেই থানকুনি পাতার ব্যবহার দেখা যায়। বিভিন্ন ঔষুধি গুন আছে এই পাতায়। এর মধ্যে রয়েছে ওষুধি সব গুণ।
আমাশয় দূর করতে এক সপ্তাহ খালি পেটে থানকুনি পাতা খেলে আমাশয় দূর হয়।
কখনো কাশি হলে 2 চামচ থানকুনি পাতার রসের সাথে চিনি মিশিয়ে খান দেখবেন সঙ্গে সঙ্গে কাশি কমে যাবে।
জ্বর হলে অনেকেই দূর্বল হয়ে পড়েন। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে সেই সময় খালি পেটে থানকুনি পাতা এবং ১ চামচ শিউলি পাতার রস মিশিয়ে খেলে জ্বর কমে যায়।
সপ্তাহে ২-৩ বার থানকুনি পাতা খেলে চুল পড়া সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। থানকুনি পাতা থেঁতো করে তার সাথে তুলসি পাতা এবং আমলা মিশিয়ে সেই পেস্টটা চুলে লাগিয়ে ১০ রেখে ধুয়ে নিতে হবে।
প্রতিদিন সকালে কয়েকটি থানকুনি পাতার রস এবং ১ চামচ মধু মিশিয়ে খেলে অতিরিক্ত টক্সিন বেরিয়ে যায়।
শরীরের যে কোনো জায়গায় কেটে গেলে লাগিয়ে দিন থানকুনি পাতা বাঁটা। সঙ্গে সঙ্গে ব্যাথা কমে যাবে।
বদ-হজম এবং গ্যাস-অম্বলের সমস্যা যাদের নিত্যসঙ্গী তারা অবশ্যই খান থানকুনি পাতা। এছাড়া পেটের সমস্যাতেও খুবই উপকারী থানকুনি পাতার রস।