শেওড়াফুলি বাজারে অভিযান চালিয়ে উদ্ধার বস্তা বস্তা মাঞ্জা দেওয়া চায়না সুতো
সামনেই বিশ্বকর্মা পুজো, তার আগেই প্রশাসনিক নির্দেশের তোয়াক্কা না করে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন বাজারে একাধিক দোকানে চায়না মাঞ্জা দেওয়া সুতো আনা হয়েছিল।
খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ শেওড়াফুলি বাজারে হানা দিয়ে বস্তা বস্তা চায়না সুতো বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে।
ঘুড়ি ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয়, আকাশে ঘুড়ির লড়াই দেখতে কার না ভালো লাগে, নানা রং এর নানা ধরনের ঘুড়ি এক উন্মাদনা থাকে সকলের মনে। কিন্তু প্রচন্ড মজবুত এই চায়না নাইলন সুতো জড়িয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে, কখনো পাখির মৃত্যু তো কখনো মানুষের মৃত্যুর কারণ হয়েছে এই চায়না সুতো। যে কারণে এই সুতো বিক্রিতে ছিল নিষেধাজ্ঞা, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রেতারা বস্তা বস্তা সুতো মজুত করেছিল। বিক্রেতাদের পাশাপাশি ক্রেতদেরও বহুবার সতর্ক করা হয়েছে এই সুতো ব্যবহার না করার জন্য কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মাঞ্জা দেওয়া চায়না সুতো মজুত বাজারের বহু দোকানে৷