বন্ধুপত্নীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন বন্ধুকে
অবৈধ প্রেম এর পরিণতি ঠিক কতটা ভয়ানক হতে পারে তা আবার উঠে আসল চাঞ্চল্যকর এক ঘটনার মাধ্যমে।
বন্ধুর স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে মনের কথা জানাতেই বন্ধুর স্ত্রীও রাজি হয়ে যায় প্রেমের প্রস্তাবে, কিন্তু সংসার ছেড়ে যেতে তাঁর প্রবল আপত্তি, পথের একমাত্র বাঁধা হয়ে ওঠে বন্ধু, তাই তাকে খুন করে নিজেদের প্রেমকে বজায় রাখার পরিকল্পনা করে গুলকেশ।
ঘটনাটি ঘটেছে দিল্লির রামা রোডের প্রেম নগর পাঠক এলাকায়। গুলকেশ এবং দলবীর ছিল খুব ভালো বন্ধু।কিন্তু এই বন্ধুত্ব খারাপ হয়ে যায় যখন গুলকেশ এর পছন্দ হয় দলবীরের স্ত্রীকে। বন্ধুর স্ত্রী কে পেতে মরিয়া গুলকেশ ছক কষে দলবীরকে খুনের।
সোমবার মধ্য রাতে দলবীর কে ফোন করে গুলকেশ ডেকে নিয়ে যায়, এরপর ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করে দেয় তাকে, তারপর দেহ রেললাইনে ফেলে দেয়।
পুলিশকে বিভ্রান্ত করতে নিজেই ফোনে জানায় যে রেললাইনে একজনের মৃতদেহ পরে আছে। পরে পুলিশ দলবীরের মোবাইল খতিয়ে দেখলে গুলকেশ এর ওপর সন্দেহ হয়, জেরায় নিজের দোষ স্বীকার করে গুলকেশ জানায় সেই খুন করেছে।