*ফের নৃশংসতার নজির, কেরালার মাল্লাপুরম জেলায়,
এবার হত্যা করা হল গর্ভবতী মহিষকে*
একের পর এক নৃশংস ঘটনা ঘটে চলেছে কেরালায়, গত জুন মাসে চরম নৃশংসতার নজির দিয়েছিল কেরালার মাল্লাপুরম জেলা, যেখানে এক গর্ভবতী হাতিকে হত্যা করা হয়েছিল বাজিভরতি আনারস খাইয়ে, মানুষের কদর্য রুপ উঠে এসেছিল ওই ঘটনা সামনে আসার পর, তাতেও থামেনি তেমন ঘটনা, একের পর এক ঘটে চলেছে পশুদের উপর অত্যাচার, কখনও গরু তো কখনও শিয়াল, সম্প্রতি সেই জেলা থেকেই এমন আরেক নৃশংসতার খবর উঠে এসেছে, যেখানে ২ মাসের এক গর্ভবতী মহিষকে মেরে তার মাংস খেয়ে নেওয়া হয়েছে।
ওই ঘটনায় অভিযুক্ত একজনের বাড়ি থেকে পাওয়া গেছে ২৫ কিলো মাংস। মাংস খাওয়ার উদ্দেশেই সম্ভবত ওই গর্ভবতী মহিষটিকে মারা হয়েছে বলে ভাবছে পুলিশ, মহিষটিকে মেরে প্রায় ২০০ কিলো মাংস পাওয়া গেছে যার মধ্যে খাওয়ার পর বাকি ২৫ কিলো মাংস উদ্ধার করা হয়েছে।
মাল্লাপুরমের পুঞ্চা জঙ্গলে
জঙ্গলের বিভিন্ন স্থানে মহিষটির হাড়গোড় পাওয়ায়
জঙ্গলেই তাকে শিকার করে মাংস ছাড়ানো হয়েছে বলেই
পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ,
অভিযুক্তদের বুধবার আদালতে তোলা হয়। মাল্লাপুরম জেলার বিরুদ্ধে প্রায়শই এমন অভিযোগ উঠে আসে, জুন মাসে গর্ভবতী হাতি মৃত্যুর ঘটনায় আঁতকে উঠেছিল গোটা দেশ, ঠিক তার পড়েই তামিলনাড়ুর এক জঙ্গলে শিয়ালকে বোমা দিয়ে হত্যার ঘটনা শোনা যায়,সেই জঙ্গলে ১২ জন যুবক মিলে বোমা দিয়ে মাংসের টুকরো ছড়িয়ে রাখে সেই মাংসের টুকরো মুখে দিতেই শিয়ালটির মুখের মধ্যে ওই পেঁয়াজ বোমাটি ফেটে গিয়ে শিয়ালটির মৃত্যু হয়।