যেটা সমগ্র পৃথিবী এর আগে কখনো দেখেনি আর হয়ত পরেও কখনো দেখাবেনা এমনই দিন দেখিয়েছে এই বছরটা অর্থ্যাৎ বিশেবিশ 2020। অনেক প্রিয় মানুষকে হারিয়েছে সকলেই এই বছরে। অনেক মানুষ কর্মহারা হয়ে পরেছে এই বছরে। তবে সবার যে এই বছরটা খারাপ কেটেছে তও নয়। অনেকের এই বছরটা ভালোও কেটেছে. অনেকের বা ভালো খারাপ মিলিয়ে। তো সবার মনেই প্রশ্ন জাগে যে তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী বা প্রিয় গায়ক গায়িকাদের কেমন কাটলো এই বছরটা। তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গেছি সরাসরি সেলিব্রিটি দের কাছে তাদের “কেমন কাটলো 2020 ” এই প্রশ্ন নিয়ে. আসুন জেনে নি……
তৃষা চ্যাটার্জী: 2020 বছরটা অনেকটা আশা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু বছরটা আশানরুপ তো কাটেইনি । এই বছরটা যে পরিস্থিতির মধ্যে দিয়ে কাটালাম তাতে খুবই টেনশনের মধ্যে দিয়েই কাটলো। মনমেজাজ ও খুব একটা ভালো ছিলোনা কারন আমরা শিল্পী। ফেস্টিভ্যাল এর সময় গুলো আমাদের মতো শিল্পীদের দেশে বিদেশে শো করেই কাটে, কিন্তু এই বছর পান্ডামিকে পরিস্থিতির জন্য সম্পূর্ণটাই বন্ধ। তবে এই বছর একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের মত শিল্পীরা বা আমি, আমরা কেউই শুধু মাত্র প্রফেশন বলেই গান বাজনাটা করি না। বিশেষ করে আমি বুঝতে পেরেছি যে গান বাজনাটা আমার কাছে বেঁচে থাকার প্রধান রসদ। আমার বেঁচে থাকার অক্সিজেন। যাই হোক এই পরিস্থিতি আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠছি। অনেক আশা নিয়ে নতুন বছরটা শুরু করছি। আশা রাখি এই বছরটা আমরা সকলে খুব ভালো করে কাটাতে পারবো।
অম্লান চক্রবর্তী : 2020 সালটা কারোর ভালো কেটেছে কারোর খারাপ। তবে পার্সোনালি আমার দিক থেকে দেখতে গেলে বছরটা আমার ভালোই কেটেছে। এই বছর আমি আমার জীবনসঙ্গিনীকে খুঁজে পেয়েছি। এই বছর আমার করোনা ও হয়েছে, সেই করোনাকে জয় করে উঠতে পেরেছি। ঈশ্বরের আশীর্বাদে অনেক কাজও করেছি। অনেক নতুন গানও বানিয়েছি। নিজের সাথে নিজে অনেকটা সময় কাটিয়েছি। সব মিলিয়ে দেখতে গেলে আমার বেশ ভালোই কেটেছে।
পৌষালি ব্যানার্জী: একজন শিল্পী হিসাবে বলতে পারি 2020 শিল্পীদের জন্য খুব খারাপ কেটেছে। কারণ আমরা তো মুক্ত মঞ্চের শিল্পী আমরা মঞ্চের ওপর দাঁড়িয়ে গান করতে বেশি পছন্দ করি, তো সেই জায়গা থেকে দাড়িয়ে একটানা প্রায় 9 মাস গৃহ বন্দী হয়ে থাকায় একটা অস্বাস্থ্য কর ব্যাপার সৃষ্টি হয়েছিল। কিন্তু কি করা যাবে আমাদের সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আমার দিক থেকে বললে সবকিছু যে খারাপ বলবো তাও নয়। বিশেষ করে আমি যে সময়টা নিজের চর্চার জন্যে দিতে পারতাম না, সেটা এই লকডাউনে রেওয়াজের জন্য অনেকটা সময় পেয়েছি, গান বাজনা নিয়ে নতুন কিছু ভাবার সময় পেয়েছি। পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছি। ভালোমন্দ নিয়েই কেটেছে আমার এই বছরটা, তবে মন্দের পাল্লাটা একটু ভারী।
এই আর্টিকেল টির দ্বিতীয় পর্ব আগামী কাল পাবলিশ করা হবে। আজকের জন্যে এতখানি আরো বিভিন্ন শিল্পীর কেমন কাটলো 2020 ? আমরা আগামীকাল জানতে পারবো ……..