Home সেলিব্রিটি বিয়ের আগেই মা হতে চলেছে কৌশানি, ভাইরাল খবর সোশ্যাল মিডিয়ায়...

বিয়ের আগেই মা হতে চলেছে কৌশানি, ভাইরাল খবর সোশ্যাল মিডিয়ায়…

কিছুদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার রাজ শুভশ্রীর মত নতুন খবর শোনাতে চলেছেন বনি কৌশানি। “পারবোনা আমি ছাড়তে তোকে” সিনেমার পর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের সম্পর্ককে কোনো দিন তারা লোকচক্ষুর আড়ালে রাখেনি। তবে কি এবার ফের নজর কাড়ছেন কৌশানী মুখোপাধ‍্যায়? প্রশ্ন উঠে আসছে একাধিককৌশানীর ভাইরাল হওয়া ছবি দৈখে মাথায় হাত নেটিজেনদের। বিয়ের আগেই মা হতে চলেছেন কৌশানী। সাদা কালো ড্রেসে নায়িকাকে দেখা গিয়েছে ছবিতে।

আর পিছনে দাড়িয়ে কৌশানীর প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত। বিরাট – অনুষ্কার পোজেই এদিন দেখা গিয়েছিল কৌশানী – বনিকে।সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হতে শুরু করে। তাহলে কি সত্যি বিয়ের আগেই মা হতে চলেছে কৌশানি অনুমান করছে ভক্তরা।সাদা কালো ড্রেসেই সেজে উঠেছেন কৌশানী। তবে এই ছবিটি বেশ পুরোনো। ফের ছবিটি সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়। তবে ছবিতে খানিকটা পেট ফোলা ছিল কৌশানীর যা দেখে এরকম মন্তব‍্য করেন নেটিজেনরা।

- Advertisment -

জনপ্রিয়

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...

লোকগান ‘ঠাকুরজামাই’ মিউজিক ভিডিওতে অন্যরূপে দেখা মিললো স্বস্তিকা দত্তের….

ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার...

Platform 8 OTT’ তে সদ্য রিলিজ হলো সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার ছবি “সর্ষেফুল”…

সম্প্রতি আকাশ বাংলার প্রস্তুতি প্লাটফর্ম 8 OTT তে সদ্য মুক্তি পেলো Roll Camera Action এর প্রযোজনায় নির্মিত, এবং সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার...

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...