কিছুদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার রাজ শুভশ্রীর মত নতুন খবর শোনাতে চলেছেন বনি কৌশানি। “পারবোনা আমি ছাড়তে তোকে” সিনেমার পর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের সম্পর্ককে কোনো দিন তারা লোকচক্ষুর আড়ালে রাখেনি। তবে কি এবার ফের নজর কাড়ছেন কৌশানী মুখোপাধ্যায়? প্রশ্ন উঠে আসছে একাধিক
কৌশানীর ভাইরাল হওয়া ছবি দৈখে মাথায় হাত নেটিজেনদের। বিয়ের আগেই মা হতে চলেছেন কৌশানী। সাদা কালো ড্রেসে নায়িকাকে দেখা গিয়েছে ছবিতে।
আর পিছনে দাড়িয়ে কৌশানীর প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত। বিরাট – অনুষ্কার পোজেই এদিন দেখা গিয়েছিল কৌশানী – বনিকে।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হতে শুরু করে। তাহলে কি সত্যি বিয়ের আগেই মা হতে চলেছে কৌশানি অনুমান করছে ভক্তরা।
সাদা কালো ড্রেসেই সেজে উঠেছেন কৌশানী। তবে এই ছবিটি বেশ পুরোনো। ফের ছবিটি সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়। তবে ছবিতে খানিকটা পেট ফোলা ছিল কৌশানীর যা দেখে এরকম মন্তব্য করেন নেটিজেনরা।