পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘নাপাক‘ এর অফিশিয়াল পোস্টার।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবপ্রসাদ হালদার, যুধাজিৎ সরকার, অনুরাধা মুখোপাধ্যায়, শতাক্ষী নন্দী, ফারহান খান সহ আরো অনেকে।
এই ছবির বেশির ভাগ অংশ জুড়ে রয়েছে যুদ্ধ এবং পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার সমস্যায় জর্জরিত এক অফিসার এর গল্প। এই গল্পে অফিসার সুভাষ-এর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা যুধাজিৎ সরকার। সুভাষ তার জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন অফিসার হিসেবে। একটা সময়ের পর সে চাকরি ছেড়ে চলে আসে এবং জীবনকে নতুন ভাবে এগিয়ে নিয়ে চলার পরিকল্পনা শুরু করেন। সুভাষ চায় স্ত্রী ও পরিবারের সাথে বাকি জীবনটা কাটাতে। কিন্তু অন্য দিনে সুভাষ এবং স্ত্রী এর বৈবাহিক জীবন সুখের নয়। দুজনেই নিজের মতো করে সুখ খুঁজতে ব্যস্ত।
অপর দিকে রাকেশ ও ফরিদা এই দুটি চরিত্রে অভিনয় করছেন দেবপ্রসাদ হালদার ও অনুরাধা মুখোপাধ্যায়। ফারিদা একটি বায়োস্কোপ রিপেয়ারিং সেন্টারে কাজ করে এবং রাকেশ একটি দর্জির দোকান চালায়। এই চরিত্র গুলিকে কেন্দ্র করে এগোতে থাকে গল্প। জানা যাচ্ছে এবছরের শেষ দিকে ছবিটি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশ্যে পাড়ি দেবে।
ছবির চিত্রনাট্য লিখেছেন প্রাঞ্জল দেব শর্মা। চিত্রগ্রাহকের দায়িত্বে রয়েছেন সৌম্য বারিক। ছবির পরিচালনা করেছেন কৌন ভাটিয়া।