গানের সুরে দুই বাংলাকে এক সুতোয় বাঁধলেন জয় সরকার-সুস্মিতা আনিস
বিখ্যাত সংগীতশিল্পী ফিরোজা বেগমের ভাইঝি
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সুস্মিতা আনিস এবং কলকাতার প্রখ্যাত সুরকার জয় সরকার লকডাউনে নিয়ে আসলেন নতুন গান “ঘুম হতে চাই”। লকডাউনের এই একঘেয়েমি, আশঙ্কা থেকে মুক্তির স্বাদ এনে দিল এই গান, ১৭ জুলাই মুক্তি পেয়েছে এই নতুন মিউজিক ভিডিও।
এই গানে ধরা পড়ে কলেজে পড়ুয়া এক জুটির স্নিগ্ধ প্রেমের গল্প। লকডাউন পূর্ববর্তী সময়ের মুক্ত আকাশ, শঙ্কাবিহীন জীবনযাত্রা উঠে আসে এই গানে। ঘুম হতে চাই” গানটি অ্যালবাম “চেনা শহর” এর গান ।
ছন্দের জাদুময়তা গতি দিয়েছে গানের সুরে৷
তনিম রহমান অংশু এর পরিচালনায় এই মিউজিক ভিডিওটিতে চেনা জীবনের ছবি ফুটে উঠেছে। গানটির গীতিকার সুহৃদ সুফিয়ান।
প্যারাডিজম কোম্পানির অধীনে প্রকাশিত এই মিউজিক ভিডিওতে সুর দিয়েছেন বিখ্যাত সুরকার জয় সরকার।
একটি মেয়ে যার নামকৌশাম্বি চক্রবর্তী একটি ছেলেকে ভালোবাসে কিন্তু সে অনিশ্চিত যে ছেলেটি অর্থাৎ আদিল সুলতান তাকে ভালোবাসে কি না।
ছেলেটি মেয়েটিকে প্রত্যাখ্যান করে,মেয়েটি গানের দ্বারা ব্যক্ত করে তার মনের ভাব। “আমি যখন তোমাকে দেখি, তখন আমি সবকিছু ভুলে যাই… আমি তোমার চোখে ঘুম হতে চাই ।”
সুস্মিতা আনিস তার এই গান সম্পর্কে বলেন, লকডাউনের দীর্ঘ গৃহবন্দি জীবনে প্রিয়জনের থেকে দূরে আছেন অনেকেই, এই পরিস্থিতিতে স্বপ্ন, আশা আমাদের বাঁচিয়ে রাখে৷ আবার একদিন আগের মতো ফিরে আসবে, ফিরবে ভালদিন, অভ্যস্ত সাধারণ জীবনযাত্রায় ফিরবে সবাই বলেন তিনি। ‘ ঘুম হতে চাই’ শ্রোতাদের প্রিয়জনের সঙ্গে কাটানো ভালো মুহূর্ত গুলো মনে করাবে বলে তার আশা। অপরদিকে জয় সরকার বললেন, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, গানটি সকলের পছন্দ হোক এই আশা প্রকাশ করেন তিনিও।