বায়পিকে সৌমিত্রের সঙ্গে কাজ করে আপ্লুত পরমব্রত – শেয়ার করলেন মতের মিল অমিল
বয়স ৮৫। প্রতি মুহূর্তে করোনা সংক্রমনের ভয়। সরকারের কড়া নির্দেশ, অভিনেতার বয়স ৬৫ হলেই বিরতি দিতে হবে শ্যুটিংয়ে। ইতিমধ্যে অনেক প্রাপ্তবয়স্ক অভিনেতারাই বিরতিতে আছেন। কিন্তু তা সত্বেও করোনা পরিস্থিতিতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন সৌমিত্র।
লকডাউনের আগেই সৌমিত্রের বায়োপিক “অভিযান” এ শ্যুটিং শুরু করেছিলেন পরমব্রত। আর একটি পর্যায়ে অভিনয় করছেন সৌমিত্র নিজেই। রোজ সময়মত মাস্ক পরে শ্যুটিং স্পটে পৌছে যেতেন। সামাজিক দূরত্ব বজায় রাখতেন কঠোরভাবে।
পরিনত বয়সের সৌমিত্রের চরিত্র অভিনয়করছেন সৌমিত্র নিছেই আর যুবক বয়সের চরিত্রে অবিনয় করছেন যিশু। সম্প্রতি সৌমিত্রের চট্টোপাধ্যায়ের অভিনীত অংশটি শেষ হল। তবে শ্যুটিং এর পর বেশ কিছুটা নস্টালজিক পরমব্রত।
তিনি জানালেন,” প্রচার বা শেয়ার করার অন্তজালের বাইরে কাজ করার চেষ্টা করি ঠিকই কিন্তু এই ছবিটি দেখাবার লোভ আটকাতে পারলাম না। গতকাল আমাদের ‘অভিযান’ এর সৌমিত্র বাবুর শ্যুটিং শেষ হল আর আড্ডা দিতে জীবন কাহিনি, শুট, মহামারী, ভাঝপথে অচলাবস্থা, বিপুল সময় ও টেনশন নিয়ে শ্যুট – অনেকটা সময়, মুহূর্ত, গল্প, অভিজ্ঞতা সর্বোপরি মতের মিল ও অমিল শেয়ার করলাম। এই অশীতিপর মানুষটির সঙ্গে কাজ করে অনেক সাহস ও অনুপ্রেরনা পেলাম। ”
এই বছর জানুয়ারিতে সোশ্যাল মিডিয়াতে অভিযান সিনেমাটি তৈরী করার কথা বলেন পরমব্রত। লকডাউনের জন্য শ্যুটিং স্থগিত হয়ে গেছে। তবে আগামী আগস্ট মাসের মধ্য শ্যুটিং শেষ করা হবে বলে মনে করা হচ্ছে।