করোনা নামক ভয়ঙ্কর ভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিন্তু শুভেচ্ছা জানাতে গিয়ে তার কণ্ঠে বিষন্নতা রয়েছে।
চারিদিকে পরিস্থিতি ও মৃত্যু ভয় গ্রাস করেছে জয়া আহসান কে। কিন্তু এই অতিমারিকে হারিয়ে পৃথিবী একদিন সুস্থ হয়ে উঠবে এমনই বিশ্বাস তার।
এই সঙ্কট জনক পরিস্থিতে প্রকৃতির বুকে শান্তি খুঁজে পাচ্ছেন জয়া। অনেকটাই আনন্দ খুঁজে নিয়েছেন একগুচ্ছ গোলাপী শাপলায়। সেগুলোকে আলিঙ্গন করেই ক্যামেরা বন্দী করেছেন অভিনেত্রী। তাকে দেখে অভিনেত্রী মনে হয় না, মনে হয় জয়া ঘরের মেয়েই। পড়নে রয়েছে সবুজ শাড়ী, চুল বিনুনী করা, মুখে নেই মেকাপ। একেবারে সাদামাটা ভাবে নিজেকে সাজিয়ে তুলেছেন। ছবির সাথে সাথ মিলিয়ে জুড়ে দিয়েছে বিনয় মজুমদারের “শাপলা” কবিতাটি।