মধ্যপ্রদেশের শিবপুরি জে’লা যেখানে এক গ্রামে দীর্ঘদিন ধরে বউ ভাড়া করা হচ্ছে, স্থানীয় ভাষায় ধাদিচা অর্থাৎ বউ ভাড়া নেওয়ার বিষয় তাদের কাছে একটি বৈধ ব্যাপার ।
সরকারি স্ট্যাম্পে চুক্তিপত্রে উভয় পক্ষের স্বাক্ষরের পর চুক্তি কার্যকর হয়, ভাড়া হয়ে যায় বউ।
ভারতের একটি প্রদেশে এখনও ভাড়া করে বউ পাওয়া যায়,শুনতে অবাক লাগলেও ঘটনাটি বাস্তব।
ওই গ্রামের পুরুষরা মনে করেন বিয়ে করে স্থায়ীভাবে দায়বদ্ধতা পালন করা বেশ ঝামেলার, তাই দাম্পত্য জীবন অতিবাহিত করতে তারা বিবাহ নয় বরং ভাড়া করে বউ আনে।
আবার ভারতে এমন বিস্ময়কর গ্রামও আছে যেখানে পুরুষদের কমপক্ষে ২ টি বিয়ে করতে হয়, তা না করলে যাব’জ্জীবন জে’ল হয়। দেশটি হল ১৯৯৩ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেওয়া এরিত্রিয়া, এই ছোট দেশের জনসংখ্যা চৌষট্টি লক্ষেরও কম।
আফ্রিকার এরিত্রিয়ায় সমস্ত পুরুষকে বাধ্যতামূলক ভাবে কমপক্ষে দু’টি বিবাহ করতেই হয়,এটাই সেই দেশের আইন।
একসাথেই প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের সাথে জীবন কাটাতে হবে এমন আজব আইন আছে শুধুমাত্র এরিত্রিয়াতেই। সূত্রের খবর দেশে পুরুষের আকাল তাই আই’নের মাধ্যমে এই নির্দেশকে মান্যতা দিয়েছেন গ্র্যান্ড মুফতি।
দী’র্ঘদিন ধরে ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার কারণে অনেক পুরুষ হারিয়ে পুরুষের সংখ্যা একেবারে কমে গেছে এরিত্রিয়ায়। দেশের স্বার্থরক্ষাই এমন আ’ইন বলবৎ করার কারণ।