Home অজানা তথ্য কৃষ্ণ তুলসী না রাম তুলসী? বাড়িতে রাখার জন‍্য কোনটি শুভ? জানেন কী?

কৃষ্ণ তুলসী না রাম তুলসী? বাড়িতে রাখার জন‍্য কোনটি শুভ? জানেন কী?

কৃষ্ণ তুলসী না রাম তুলসী? বাড়িতে রাখার জন‍্য কোনটি শুভ? জানেন কী?

হিন্দু বাড়িতে তুলসীগাছ নেই এরকম প্রায় দেখাই যায় না। যেবাড়িতে তুলসীগাছ থাকে তা বৃন্দাবনের সমান পবিত্র মনে করা হয়। আর যে বাড়িতে তুলসীগাছ থাকে না সে বাড়ি অপবিত্র মনে করা হয়। এছাড়া বাড়িতে বাস্তুদোষ থাকলেও তুলসীগাছ রাখলে তাও অনেকটা কেটে যায়। সাধারণত দু রকমের তুলসীগাছ দেখতে পাই। রাম তুলসী ও কৃষ্ণ তুলসী। দেখে নিন এই দু রকমের তুলসীর মধ‍্যে কোনটি বাড়িতে রাখা শুভ।

কৃষ্ণ তুলসী – এই তুলসীর পাতা গাঢ় সবুজ বর্নের। এর কান্ড ও পাতার মধ‍্যে বেগুনি বর্নের আভা দেখা যায় বা কান্ড ও পাতা কালচে বর্নের হয়। পাতাগুলো খুব একটা বড় হয় না। এই তুলসী সাধারণত গরম প্রকৃতির।

রাম তুলসী – এই তুলসীর কান্ড ও পাতা হালকা সবুজ হয়, খুব একটা গাঢ় সবুজ হয় না। এই তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির হয়।

কোন তুলসী বাড়িতে রাখা শুভ –

কৃষ্ণ তুলসী বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই তুলসী রেখে পুজো করা হলে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। কোন অশুভ শক্তি চট করে প্রবেশ করতে পারে না।

তবে বাড়িতে যদি জায়গার অভাব না থাকে অর্থাৎ গাছ লাগানোর যথেষ্ট জায়গা থাকে তা হলে বাড়ির উত্তর বা পূর্ব মুখ করে তুলসীগাছ রাখতে পারেন।

- Advertisment -

জনপ্রিয়

রাতের রজনীগন্ধা || এ বি ও অরিজিনালস || কলমে- জয়িতা চক্রবর্তী

মেয়েটাকে এত রাতে বাগানে এভাবে একলা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো নীল। হাসপাতালে আজ নীলের প্রথম দিন। রাত এখন প্রায় একটা। ফার্ষ্ট ফ্লোরে...

দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলো হলো মেনি ২

আজ থেকে প্রায় সাত মাস আগে মুক্তি পেয়েছিলো হুলো মেনি এর প্রথম পর্ব। সেটা দেখার পর থেকেই দর্শক উৎসুক হয়ে বসেছিলো অপেক্ষায়. যে কবে...

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...