কৃষ্ণ তুলসী না রাম তুলসী? বাড়িতে রাখার জন্য কোনটি শুভ? জানেন কী?
হিন্দু বাড়িতে তুলসীগাছ নেই এরকম প্রায় দেখাই যায় না। যেবাড়িতে তুলসীগাছ থাকে তা বৃন্দাবনের সমান পবিত্র মনে করা হয়। আর যে বাড়িতে তুলসীগাছ থাকে না সে বাড়ি অপবিত্র মনে করা হয়। এছাড়া বাড়িতে বাস্তুদোষ থাকলেও তুলসীগাছ রাখলে তাও অনেকটা কেটে যায়। সাধারণত দু রকমের তুলসীগাছ দেখতে পাই। রাম তুলসী ও কৃষ্ণ তুলসী। দেখে নিন এই দু রকমের তুলসীর মধ্যে কোনটি বাড়িতে রাখা শুভ।
কৃষ্ণ তুলসী – এই তুলসীর পাতা গাঢ় সবুজ বর্নের। এর কান্ড ও পাতার মধ্যে বেগুনি বর্নের আভা দেখা যায় বা কান্ড ও পাতা কালচে বর্নের হয়। পাতাগুলো খুব একটা বড় হয় না। এই তুলসী সাধারণত গরম প্রকৃতির।
রাম তুলসী – এই তুলসীর কান্ড ও পাতা হালকা সবুজ হয়, খুব একটা গাঢ় সবুজ হয় না। এই তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির হয়।
কোন তুলসী বাড়িতে রাখা শুভ –
কৃষ্ণ তুলসী বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই তুলসী রেখে পুজো করা হলে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। কোন অশুভ শক্তি চট করে প্রবেশ করতে পারে না।
তবে বাড়িতে যদি জায়গার অভাব না থাকে অর্থাৎ গাছ লাগানোর যথেষ্ট জায়গা থাকে তা হলে বাড়ির উত্তর বা পূর্ব মুখ করে তুলসীগাছ রাখতে পারেন।