Home অজানা তথ্য কৃষ্ণ তুলসী না রাম তুলসী? বাড়িতে রাখার জন‍্য কোনটি শুভ? জানেন কী?

কৃষ্ণ তুলসী না রাম তুলসী? বাড়িতে রাখার জন‍্য কোনটি শুভ? জানেন কী?

কৃষ্ণ তুলসী না রাম তুলসী? বাড়িতে রাখার জন‍্য কোনটি শুভ? জানেন কী?

হিন্দু বাড়িতে তুলসীগাছ নেই এরকম প্রায় দেখাই যায় না। যেবাড়িতে তুলসীগাছ থাকে তা বৃন্দাবনের সমান পবিত্র মনে করা হয়। আর যে বাড়িতে তুলসীগাছ থাকে না সে বাড়ি অপবিত্র মনে করা হয়। এছাড়া বাড়িতে বাস্তুদোষ থাকলেও তুলসীগাছ রাখলে তাও অনেকটা কেটে যায়। সাধারণত দু রকমের তুলসীগাছ দেখতে পাই। রাম তুলসী ও কৃষ্ণ তুলসী। দেখে নিন এই দু রকমের তুলসীর মধ‍্যে কোনটি বাড়িতে রাখা শুভ।

কৃষ্ণ তুলসী – এই তুলসীর পাতা গাঢ় সবুজ বর্নের। এর কান্ড ও পাতার মধ‍্যে বেগুনি বর্নের আভা দেখা যায় বা কান্ড ও পাতা কালচে বর্নের হয়। পাতাগুলো খুব একটা বড় হয় না। এই তুলসী সাধারণত গরম প্রকৃতির।

রাম তুলসী – এই তুলসীর কান্ড ও পাতা হালকা সবুজ হয়, খুব একটা গাঢ় সবুজ হয় না। এই তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির হয়।

কোন তুলসী বাড়িতে রাখা শুভ –

কৃষ্ণ তুলসী বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই তুলসী রেখে পুজো করা হলে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। কোন অশুভ শক্তি চট করে প্রবেশ করতে পারে না।

তবে বাড়িতে যদি জায়গার অভাব না থাকে অর্থাৎ গাছ লাগানোর যথেষ্ট জায়গা থাকে তা হলে বাড়ির উত্তর বা পূর্ব মুখ করে তুলসীগাছ রাখতে পারেন।

- Advertisment -

জনপ্রিয়

সরস্বতী নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে

করোনা প্রকোপ খানিক শান্ত হতে না হতেই এই শীতের মরসুমে নাট্যপিপাসু দর্শকদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া নাট্যোৎসবে...

“পাই” এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো সেলিব্রেশন

কলকাতায় গল্ফগ্রীনে পুরো সপ্তাহ ধরে চললো "পাইয়ের উৎসব"। "দ্য পাই হাউসের" পক্ষ থেকে আন্তর্জাতিক পাই ডে উপলক্ষে ২০ থেকে ২৬ শে জানুয়ারি সেলিব্রেট করা...

কলকাতা প্রেক্ষাপট এর নাট্য – পার্বণ

ভারতীয় সংকৃতির পীঠস্থান আমাদের এই বাংলা । নাট্যচর্চা বাংলার তথা ভারতীয় সংস্কৃতির এক অভূতপূর্ব ধারাকে বহন করে নিয়ে চলেছে প্রাচীনকাল থেকেই । বরাবরই বিভিন্ন...

সুযোগ পেলে আমিও স্বাস্থ্য সাথীর কার্ড করাবো” বললেন দিলীপ ঘোষ

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এবার সামিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাস্থ্য সাথীর কার্ড করেছেন দিলীপ ঘোষ ও তার পরিবার এমনই দাবি করলেন বীরভূম...