শুভেন্দু অধিকারির বিজেপিতে যোগদানের প্রসঙ্গে কি জানালেন দিলীপ ঘোষ,দেখে নিন বাংলা থেকে দিল্লিতে ফিরে গিয়ে দিলীপ ঘোষকে কেন ডেকে পাঠালেন অমিত শাহ, এই নিয়ে জল্পনা তুঙ্গে। এবার দিলীপ ঘোষকে কি কেন্দ্রীয় মন্ত্রীর করার কথা ভাবছে বিজেপি এই নিয়ে চলছিল চর্চা।
তবে দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন কিছুই জানালেন না দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে তিনি জানান পূর্ব নির্ধারিত সাংগঠনিক বৈঠকের জন্যই দিল্লিতে গিয়েছিলেন তিনি।
পুজোর আগে যে বৈঠক হয়েছিল তাতে দিওয়ালি পর্যন্ত কাজের সূচি নিয়ে আলোচনা হয়। সামনেই দিওয়ালি, তাই আগামী ২ মাসের কর্মসূচি নিয়েই এই বৈঠক হয়েছে। পরবর্তী ২ মাসে তেমন বড় কর্মসূচি না থাকায় জোর দেওয়া হবে বুথভিত্তিক কর্মসূচির উপর।
শুধু বুথভিত্তিক কর্মসূচিই নয় পাশাপাশি করোনার জেরে
বাকি পড়ে থাকা কাজও সমাপ্ত করতে হবে আগামী ২ মাসে। তিনি আরও বলেন অমিত শাহের বাংলা সফরের কর্মীরা অনেক উদ্দীপিত।
এদিন তিনি বলেন বিহার নির্বাচনের ফল যাই হোক তার প্রভাব বাংলায় আসবে না।
শুভেন্দু অধিকারি বিজেপিতে যোগদান করবেন কি না এই নিয়েও রাজনৈতিক মহলে চর্চা হচ্ছিল। তবে এই ব্যাপারে
অমিত শাহের সঙ্গে কোনও আলোচনা হয়নি তাঁর, স্পষ্ট জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন দলে কে যোগ দেবে বা দেবেন না সেবিষয়ে কোনো কথা হয়নি আর এই বিষয়টা তৃণমূলের।