PUBG সারা বিশ্বে প্রভাব বিস্তারকারি জনপ্রিয় এক ভিডিও গেম। কিন্তু এই গেম ভারতের যুব সমাজের কাছে এক আলাদাই ইমোশন।
PUBG Corporation-এর মূখ্য পাবলিশার হলো বিশ্বের বৃহত্তম গেম পাবলিশ করা সংস্থা Tencent। এই সংস্থার সদর দফতর চিনের শেনঝেন প্রদেশে।
প্রাথমিকভাবে এই ব্যাটল গেমে (Battle Game) কড়া আপত্তি ছিল বেজিংয়ের (Bejjing)। প্রথমদিকে বেশ কিছুটা সময় সমগ্র চিনে নিষিদ্ধ ছিল PUBG Mobile গেম। ‘সংস্কৃতির পরিপন্থী’-র দাবিতে এই গেমটি শিশুদের সংস্পর্শ থেকে রেখেছিল।
ফুল ভার্সন PUBG Mobile-এর মতোই জনপ্রিয় হয়ে ওঠে PUBG Mobile Lite। মোট প্রায় ২০ কোটির বেশি ডাউনলোড হয়েছে এখনও পর্যন্ত। দৈনিক প্রায় ৩ কোটি মানুষ ওই গেমটি খেলে থাকেন। PUBG Mobile Lite-ও প্রায় দশ কোটির বেশি ডাউনলোড হয়েছে Google Play Store থেকে। Players Unknown Battle গ্রাউন্ড অথবা PUBG অনলাইনে অনেকে একসঙ্গে খেলতে পারেন। PUBG খেলা শুরুর পর খেলোয়াড়কে অস্ত্র ও অন্যান্য জিনিস সংগ্রহ করতে করতে এগোতে হয় এবং আত্মরক্ষা করতে মারতে হয় অন্য খেলোয়ারদের অনলাইন অবতারকে। শেষ পর্যন্ত যিনি বেঁচে থাকেন, তিনিই হন এই খেলার বিজয়ী।
নাবালকদের মনে PUBG-এর কুপ্রভাব নিয়ে সম্প্রতি এই গেমের নির্মাতা সংস্থার কাছে জবাবদিহি চেয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক। যার জবাবে PUBG-নির্মাতারা জানিয়েছে গেমিংয়ে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন তারা। প্রথমত login-এর সময়কালে OTP বাধ্যতামূলক করা হবে এবং দ্বিতীয়ত, নাবালকদের ক্ষেত্রে গেম শুরুর পর থেকে প্রতি দুই, তিন এবং পঞ্চম ঘণ্টায় স্বাস্থ্য সতর্কতা মেসেজ দেওয়া হবে। একটানা পাঁচ ঘণ্টার পর নাবালক কেউ এই গেমটি খেলতে পারবেন না। বাধ্যতামূলক ভাবে PUBG থেকে log out হয়ে যাবে মাইনর ইউজার। প্রসঙ্গত, প্রাপ্তবয়স্কদের জন্য একই সতর্কতা মেসেজ আসবে ৪ ও ৬ ঘণ্টার পর। এছাড়াও শিশুদের গেম খেলার সময় তাদের নজর রাখার সুযোগ দেওয়া হবে অভিভাবকদের। জুন থেকেই এই নতুন পরিবর্তনগুলি লাইভ হবে বলেও জানানো হয়েছে গেম নির্মাতা সংস্থার তরফে।