এশিয়ার প্রথম মিশনারি মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় আমাদের শ্রীরামপুর কলেজ কয়েক বছর আগেই দুইশ বছর পার করেছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি কোনে লুকিয়ে রয়েছে সেই সব ইতিহাসের দুর্মূল্য ইতিহাস। শ্রীরামপুর ত্রয়ী অর্থ্যাৎ কেরি মার্শম্যান ওয়ার্ড এর হাত ধরেই আঠারো শতকের মাঝামাঝি সময় থেকেই শ্রীরামপুরে শিক্ষার প্রসার ঘটতে শুরু করে।
১৮১৮ সালে গঙ্গার তীরে রেভারেন্ড অলডিন সাহেবের নিজ গৃহ ‘অল্ডিন হাউজে’ মাত্র ৩৭ জন ছাত্রকে নিয়ে শুরু হয় শ্রীরামপুর কলেজর যাত্রা। কিন্তু ভুত? আসুন তাহলে জেনে নিই
বর্তমানে চারিদিকে ঝোপেঝাড়ে ঢাকা কয়েক কাঁঠা জমির উপর ঢুকছে সেই অলদিন সাহেবের বাস ভবন। ভাঙা ছাদ ফুঁড়ে মাথা তুলে দাঁড়িয়েছে বট গাছ।
উন্মুক্ত ইঁটের পাজর থেকে ঝরে গেছে পলেস্তারা। আনাচে কানাচে সাপ পোকামাকরের বাসা, আর অন্ধকার হলেই তা পরিবর্তিত হয় নেশাখোর দের আড্ডাখানায়।
এই কলেজের অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী বা বর্তমান পড়ুয়া এদের সকলেরই বক্তব্য এই কলেজ নাকি বিদেশি ভূতেদেরও আতুর ঘর। রাত্রি হলেই নাকি কলেজের লাইব্রেরী সহ আরো কিছু স্থানে ঘুরে বেড়ায় সেইসকল ব্রিটিশ ভুত।