দিন দিন রাজ্যে বাড়ছে বেকারত্ব। কাজ নেই অনেকের হাতে। এমত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শেওড়াফুলি বিজেপি মন্ডল।
আজ তারা আয়োজন করেছেন চপ শিল্পের অনুষ্ঠান। কিছু দিন আগে তারা আয়োজন করেছিলেন “চায় পে চার্চে”। তাদের সেই আয়োজিত অনুষ্ঠান বেশ সফলতা পেয়েছিল। এবার শেওড়াফুলি বিজেপি মন্ডলের নতুন উদ্যোগ বেকার যুবকদের উদ্দেশ্যে।
বেকার যুবকরা সবর হলো চপ, ঝালমুড়ি নিয়ে রাস্তায়। তাদের বক্তব্য ” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোনো কাজই ছোটো নয়। তাই কাজ না পেলে চপ ভাজো, এটাও একটা শিল্প”। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কথায় অনুপ্রাণিত হয়ে চপ, ঝালমুড়ি নিয়ে রাস্তায় বসলেন বেকার যুবকরা, তাদের সাথে শেওড়াফুলি বিজেপি মন্ডলের সদস্যরাও হাজির।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় শেওড়াফুলির বেকার যুবকরা চপ, ঝালমুড়ি নিয়ে রাস্তায়…
- Advertisment -