Home জেলার খবর পুজোর মরশুমে বাড়ছে সংক্রমণ, হুগলিতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ২০০

পুজোর মরশুমে বাড়ছে সংক্রমণ, হুগলিতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ২০০

উমা ফিরে গেছেন কৈলাসে, কিন্তু পুজোর কদিনে হুগলীতে কতটা বেড়েছে করোনা সংক্রমণ, প্রশ্ন সেটাই।
ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সংক্রমণ বেড়েছে অনেকটাই, পরিসংখ্যান অনুযায়ী ষষ্ঠী থেকে দশমীতে ১০০৯ জন সংক্রামিত হয়েছেন। অর্থাৎ দৈনিক আক্রান্তের সংখ্যা ২০১.৮% , সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে সংক্রমণ, ১৭ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর যেখানে সংক্রমিত হয়েছিলেন ১৬০৭ জন,
সেখানে একমাস পর ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ১৯২৯ জন।পুজোর মরশুমে শপিং থেকে প্যান্ডেল হপিং, মানুষের ভিড় বাড়লে সংক্রমণ যে হু হু করে বাড়বে আগেই সন্দেহ করেছিলেন বিশেষজ্ঞরা।

তবে চিকিৎসকদের সতর্কতাবানী, হাইকোর্টের নির্দেশ, পুলিশ প্রশাসনের চেষ্টায় পুজোয় তেমন ভিড় বাড়তে পারেনি। পুজোয় মানুষ সচেতন হওয়ায় সংক্রমণে অনেকটাই রাশ টানা গেছে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দফতর।তবে পুজোর সময় ঠিক কত মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তা বোঝা যাবে নভেম্বরের প্রথম দিকে, শরীরে করোনা ভাইরাস প্রবেশ করার কয়েকদিন পরে লক্ষণ দেখা দেয়, তারপর পরীক্ষা করে বুঝতে অনেকটাই সময় লাগে৷তবে দুর্গাপুজোয় রাশ টানা গেলেও সামনেই কালী পুজো, ছট পুজো,জগদ্ধাত্রী পুজো, এই সময়ে সতর্ক থাকা ভীষণ জরুরী, সবসময় মাস্ক পড়ে সমস্ত করোনাবিধি মেনে চলতে হবে গোটা উৎসবের মরশুমে৷অপরদিকে হুগলিতে কোভিড হাসপাতালে এখনো আইসিইউ শয্যার সংকট বর্তমান। আইসিইউ শয্যা না থাকায় অনেক ক্ষেত্রেই রোগীর পরিবারের লোক বুঝতে পারছেন না কি করবেন৷

- Advertisment -

জনপ্রিয়

মায়ের মৃত্যুদিনে পথ পশুদের কল্যাণার্থে পারমিতা মুন্সী ভট্টাচার্য এর পরিচালনায় হয়ে গেলো ‘বর্ষ বরণে বিবিয়ানা’

পথপশুদের কল্যাণার্থে শিবানী মুন্সী প্রোডাকশনের 'বর্ষবরণে বিবিয়ানা' শীর্ষক বাংলা নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেল। এই ক্যালেন্ডার থেকে সংগৃহীত অর্থ খরচ করা হবে পথ পশুদের...

কি করলে আপনাকে বা আপনার পরিবারকে ছুঁতে পারবেনা করোনা

বর্তমানের ভয়াবহ পরিস্থিতি থেকে নিস্তার পাওয়াটাই এখন সকল মানুষের একমাত্র লক্ষ্য. কিন্তু কিভাবে পাবো এই ভয়ানক কোবিড ১৯ এর হাত থেকে মুক্তি? কোবিড ১৯ ভাইরাস...

অতিমারির মধ্যেও প্রকৃতির আরো কাছে ফিরে যাচ্ছেন জয়া আহসান..

করোনা নামক ভয়ঙ্কর ভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিন্তু শুভেচ্ছা জানাতে গিয়ে তার কণ্ঠে বিষন্নতা রয়েছে। চারিদিকে...

চারিদিকে অক্সিজেনের হাহাকার, এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টলি তারকারা…

গোটা বিশ্ব আজ করোনা মহামারীর কবলে। Covid এর দ্বিতীয় ঢেউ তে লাফিয়ে বাড়ছে সংক্রমণ সাথে মৃত্যু। করোনার দ্বিতীয় ঢেউতে এই প্রথম দৈনিক সংক্রমণ বেড়ে...