Home জেলার খবর পুজোর মরশুমে বাড়ছে সংক্রমণ, হুগলিতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ২০০

পুজোর মরশুমে বাড়ছে সংক্রমণ, হুগলিতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ২০০

উমা ফিরে গেছেন কৈলাসে, কিন্তু পুজোর কদিনে হুগলীতে কতটা বেড়েছে করোনা সংক্রমণ, প্রশ্ন সেটাই।
ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সংক্রমণ বেড়েছে অনেকটাই, পরিসংখ্যান অনুযায়ী ষষ্ঠী থেকে দশমীতে ১০০৯ জন সংক্রামিত হয়েছেন। অর্থাৎ দৈনিক আক্রান্তের সংখ্যা ২০১.৮% , সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে সংক্রমণ, ১৭ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর যেখানে সংক্রমিত হয়েছিলেন ১৬০৭ জন,
সেখানে একমাস পর ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ১৯২৯ জন।পুজোর মরশুমে শপিং থেকে প্যান্ডেল হপিং, মানুষের ভিড় বাড়লে সংক্রমণ যে হু হু করে বাড়বে আগেই সন্দেহ করেছিলেন বিশেষজ্ঞরা।

তবে চিকিৎসকদের সতর্কতাবানী, হাইকোর্টের নির্দেশ, পুলিশ প্রশাসনের চেষ্টায় পুজোয় তেমন ভিড় বাড়তে পারেনি। পুজোয় মানুষ সচেতন হওয়ায় সংক্রমণে অনেকটাই রাশ টানা গেছে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দফতর।তবে পুজোর সময় ঠিক কত মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তা বোঝা যাবে নভেম্বরের প্রথম দিকে, শরীরে করোনা ভাইরাস প্রবেশ করার কয়েকদিন পরে লক্ষণ দেখা দেয়, তারপর পরীক্ষা করে বুঝতে অনেকটাই সময় লাগে৷তবে দুর্গাপুজোয় রাশ টানা গেলেও সামনেই কালী পুজো, ছট পুজো,জগদ্ধাত্রী পুজো, এই সময়ে সতর্ক থাকা ভীষণ জরুরী, সবসময় মাস্ক পড়ে সমস্ত করোনাবিধি মেনে চলতে হবে গোটা উৎসবের মরশুমে৷অপরদিকে হুগলিতে কোভিড হাসপাতালে এখনো আইসিইউ শয্যার সংকট বর্তমান। আইসিইউ শয্যা না থাকায় অনেক ক্ষেত্রেই রোগীর পরিবারের লোক বুঝতে পারছেন না কি করবেন৷

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...