ভৌতিক-রহস্য রোমাঞ্চ সিরিজে এবার জুটি বাঁধলেন রনীতা দাস ও ইন্দ্রাশীষ রায়. দুজনেই ছোট পর্দার খুবই পরিচিত মুখ. ইন্দ্রাশীষ বর্তমানে ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “ধূলোকনায়” অভিনয় করছেন, কিন্তু রণিতাকে আমরা বহু বছর পর দেখতে পাবো পর্দায়.
বর্তমান পরিস্তিতির কারণে সিনেমা প্রেমী মানুষজন বাড়িতে বসে OTT প্লার্টফর্মে সিনেমা ও ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন. যার ফলে OTT প্লার্টফর্মের রমরমাও বেড়েছে. একের পর এক প্রযোজক সংস্থা ভালো ভালো সিনেমা ও ওয়েব সিরিজ উপহার দিচ্ছেন দর্শকদের. আর সেই প্রতিযোগিতায় পিছিয়ে নেই OTT প্লার্টফর্ম “KLIKK”
সম্প্রতি OTT প্লার্টফর্ম “KLIKK” এ সৌপ্তিক সি পরিচালিত ওয়েব সিরিজ “খেলা শুরু“.রিলিজ করেছে. গল্পের পরতে পরতে রয়েছে রোমহর্ষক, ভৌতিক-রহস্য রোমাঞ্চ.
এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রাশীষ রায়, রণিতা দাস কে. এছাড়াও দেখা যাবে সুজয় প্রসাদ চ্যাটার্জী, রানা বসু ঠাকুর, ভ্যালেরি বিদাউত, অমিতাভ আচার্য, অসীম রায় চৌধুরী, শ্রেয়সী সামন্ত, সৃজনী গুহ মজুমদার ও সৌপ্তিক সি কে.
গল্পে দেখা যাবে অভি ও শ্রেষ্ঠা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে সমস্যার একটাই কারণ অভির নেশা. না এটা কোনো খারাপ নেশা নয় এই নেশা রং তুলির. অপর দিকে পুরো সংসারের দায়িত্ব এসে পরে শ্রেষ্ঠার কাঁধে. ঘটনার সূত্রপাত অভি-র হাত ধরেই। ছবি বিক্রি করতে গিয়ে অভির হাতে একটি অলৌকিক বিদেশী ক্যানভাসের ছবি এসে পড়ে। সেই ছবির দৌলতে রাতারাতি প্রচুর অর্থের মালিক হয়ে ওঠে অভি ও শ্রেষ্ঠা। ইতিহাসের এক অন্ধকার, ভয়ানক মায়াবী রহস্য হাতছানি দেয় তাদের জীবনে।
তার জন্য একটি খেলা খেলতে হয় তাদের দুজনকে। আর সেই ভয়াবহ খেলার চক্রে ক্রমেই তারা জড়িয়ে পড়তে থাকে। তাদের জীবনের মানেই পাল্টে যেতে থাকে। জীবনে টাকা এলেও অন্য সবকিছু হারিয়ে যেতে থাকে তাদের জীবন থেকে। কী সেই খেলা? আদৌ কি তারা মুক্ত হতে পারবে সেই খেলার জাল থেকে? জানতে গেলে অবশ্যই দেখতে হবে “খেলা শুরু”
এই ওয়েব সিরিজের প্রযোজনা করেছেন Sthalantar Films and Entertainment P Ltd
ছবির প্রযোজক এর দায়িত্বে রয়েছেন সৌপ্তিক সি, রণিতা দাস. পরিচালনা করেছেন সৌপ্তিক সি. ছবির সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত. সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রাবণ ভট্টাচার্য, গানের কথা লিখেছেন দেবস্মিতা গাঙ্গুলি ও শ্রাবণ ভট্টাচার্য. গান গেয়েছেন দেব অরিজিৎ ও ঈক্সিতা মুখার্জি.