ফের লাদাখে india-china সংঘর্ষে নিহত জওয়ান, কর্নেল এবং 2 জওয়ান শহীদ
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিন সেনার সংঘাতে এবার গড়াল রক্তক্ষয়ী সংঘর্ষ। ৪৫ বছর পর ফের চিনা হামলায় মৃত্যু হল ভারতীয় সেনার।সোমবার রাতে গলওয়ান উপত্যাকায় চিন সেনার হামলায় ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ান নিহত হয়েছেন।
indian army পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘golwan উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়ার চলাকালীনই গতকাল রাতে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতীয় সেনার এক অফিসার এবং দুই জওয়ানের মৃত্যু হয়েছে। দু’পক্ষের উঁচুতলার officer পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।’’
ভারতীয় সেনার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ golwan উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়ার চলাকালীনই গতকাল রাতে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। indian army এক officer এবং দুই জওয়ানের মৃত্যু হয়েছে। দু’পক্ষের উঁচুতলার officer পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।’’
সেনা সূত্রের খবর, কিছুক্ষণ পরেই সাংবাদিক বৈঠকে পরিস্থিতি ব্যাখ্যা করা হবে। 1975 সালের পরে এই প্রথমবার চিনা ফৌজের হামলায় indian army মৃত্যুর ঘটনা ঘটল।