Home জেলার খবর হুগলির শেওড়াফুলিতে সন্ত্রাসের সুরে অনুব্রত সহ কল‍্যানকে কথায় বিঁধলেন অগ্নিমিত্রা...

হুগলির শেওড়াফুলিতে সন্ত্রাসের সুরে অনুব্রত সহ কল‍্যানকে কথায় বিঁধলেন অগ্নিমিত্রা…

সন্ত্রাসের সুরে অনুব্রত সহ কল‍্যানকে কথায় বিধলেন অগ্নিমিত্রা

বুধবার হুগলির শেওড়াফুলিতে বিজেপির ডেপুটেশন জমা দেওয়া নিয়ে বিতর্ক ছড়াল এলাকায়। এদিন বুধবার শেওড়াফুলি ফাঁড়িতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে ডেপুটেশন জমা করে বিজেপি নেতা কর্মীরা। কিন্তু বিজেপি পক্ষ থেকে অভিযোগ পুলিশ মাঝপথে তাদের আটকে দেওয়ায় আর ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়নি তাদের।মূলত শেওড়াফুলি বাজারকে ফের পুরোনো জায়গায় আনতে হবে সেই দাবিতেই পুলিশের কাছে ডেপুটেশন জমা দিতে যান বিজেপি নেতা কর্মীরা।আর এই মিছিলে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা পল ও শ্রীরামপুরের সাংগঠনিক বিজেপি সভাপতি শ‍্যামল বোস। কিন্তু ডেপুটেশন জমা দেওয়ার মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মিছিলের কোন বৈধ অনুমতিপত্র না থাকায় মিছিল আটকে দেওয়া হয়। তবে পুলিশের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
তিনি বলেন অন‍্যান‍্য দল গুলো বিশাল মিটিং মিছিল করছে সেই জায়গায় বিজেপি মিছিল করলেই আটকে দেয় পুলিশ। এদিন সংবাদমাধ‍্যমের মুখোমুখি হয়ে বলেন,ভিষায় সন্ত্রাস করে তৃনমূল। এছাড়া শ্রীরামপুরের তৃনমূল সাংসদ কল‍্যান বন্দ‍্যোপাধ‍্যায় ও বীরভূমের তৃনমূলের জেলাসভাপতিকেও ভাষার সন্ত্রাস বলে দাবি করেন তিনি।

- Advertisment -

জনপ্রিয়

‘চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’ জিতে নিলো অরূপ সেনগুপ্তের পরিচালিত ছবি “চার এক্কে প্যাঁচ”…

'চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’-এ জোড়া পুরস্কার পেল পরিচালক অরূপ সেনগুপ্তের ছবি ‘চার এক্কে প্যাঁচ’। গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...

মুক্তি পেতে চলেছে ইনফোকেয়ার আই.এন্টারটেইনমেন্ট নির্মিত শুভ্র রায় পরিচালিত ছবি “ঘুন”…

খুব শীঘ্রই Klikk OTT তে streaming হতে চলেছে শুভ্র রায় পরিচালিত ছবি 'ঘুন'। শহর কলকাতার ৬জন নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ককে ঘিরে তৈরী হয়েছে...

সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ “গোরা-য়” এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ‘পায়েল দে’….

আবারও ওয়েব সিরিজ-এ অভিনেত্রী পায়েল দে। হইচই এর ওয়েব সিরিজ ইন্দু দিয়েই গত বছরেই ওয়েব সিরিজের দুনিয়াতে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রী পায়েল দে-র।...

বেস্ট শর্ট-ফিল্মের পুরস্কার জিতে নিলো অরূপ সেনগুপ্ত পরিচালিত শর্ট-ফিল্ম ‘চার এক্কে প্যাঁচ’

বছর শেষ হতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। চারিদিকে চলছে খুশির আমেজ. গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...