সন্ত্রাসের সুরে অনুব্রত সহ কল্যানকে কথায় বিধলেন অগ্নিমিত্রা
বুধবার হুগলির শেওড়াফুলিতে বিজেপির ডেপুটেশন জমা দেওয়া নিয়ে বিতর্ক ছড়াল এলাকায়। এদিন বুধবার শেওড়াফুলি ফাঁড়িতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে ডেপুটেশন জমা করে বিজেপি নেতা কর্মীরা। কিন্তু বিজেপি পক্ষ থেকে অভিযোগ পুলিশ মাঝপথে তাদের আটকে দেওয়ায় আর ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়নি তাদের।
মূলত শেওড়াফুলি বাজারকে ফের পুরোনো জায়গায় আনতে হবে সেই দাবিতেই পুলিশের কাছে ডেপুটেশন জমা দিতে যান বিজেপি নেতা কর্মীরা।আর এই মিছিলে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা পল ও শ্রীরামপুরের সাংগঠনিক বিজেপি সভাপতি শ্যামল বোস। কিন্তু ডেপুটেশন জমা দেওয়ার মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মিছিলের কোন বৈধ অনুমতিপত্র না থাকায় মিছিল আটকে দেওয়া হয়। তবে পুলিশের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
তিনি বলেন অন্যান্য দল গুলো বিশাল মিটিং মিছিল করছে সেই জায়গায় বিজেপি মিছিল করলেই আটকে দেয় পুলিশ। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,ভিষায় সন্ত্রাস করে তৃনমূল। এছাড়া শ্রীরামপুরের তৃনমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় ও বীরভূমের তৃনমূলের জেলাসভাপতিকেও ভাষার সন্ত্রাস বলে দাবি করেন তিনি।