পাবজি সহ 118 টি চিনা অ্যাপের নিষিদ্ধ ঘোষনা ভারতের
গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের জেরে ভারত চিন সীমান্ত কার্যত সাইবার যুদ্ধ ফের শুরু হয়েছে। প্রথম ধাপে টিকটক সহ ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করলেও আতসকাচের নিচে ২৫০ টি চিনা অ্যাপ এখনও লুকিয়ে রয়েছে। পূর্ব লাদাখে ফের চিনা অনুপ্রবেশ ঘটতেই মোদী সরকার ১১৮ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল। এর মধ্যে অন্যতম হল পাবজি। ভারতে আর কাজ করবে না এই অ্যাপগুলো আর ডাউনলোড করা থাকলেও তা আর কার্যকর হবে না। এই নিয়ে সব মিলিয়ে ভারতে মোট ২২৪ টি চিনা অ্যাপ বাতিল হল।
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক সুত্রে খবর, তথ্যপ্রযুক্তি ধারা ৬৯ নম্বর ধারায় এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। কারন হিসেবে জানানো হয়েছে এই অ্যাপগুলি এমন কার্যে লিপ্ত যা ভারতের সার্বভৌমত্ব অখন্ডতা নিরাপত্তা ও প্রতিরক্ষার পরিপন্থী। কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত স্বার্থে অ্যাপগুলি নিষিদ্ধ করা হল।
গত ১৫ ই জুন ভারত চিন সীমান্তরেখা লঙ্ঘন করায় ভারতীয় সেনাবাহিনীর এক কমান্ডার সহ ১৮ জন জওয়ানের মৃত্যু হয়। আর তারপর থেকেই ভারত চিন সংগর্ষ তুঙ্গে ওঠে। তার জেরে গত ২৯ তারিখ জুন মাসে টিকটক ইউসি ব্রাউসার শেয়ারইট সহ ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। তার পরবর্তী ধাপে ফের আরও ৪৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে আরও আড়ালে থাকা ২৫০ টিচিনা অ্যাপের উপর তল্লাশি চালায় কেন্দ্র। এর মধ্যেই ১১৮ টি ফের বাতিল করা হল।
তথ্যপ্রযুক্তি মন্ত্রক সুত্রে খবর, সমাজের বিভিন্ন স্তরে পাবজি সহ বেশ কিছু অ্যাপ নিয়ে ব্যক্তিগত তথ্য চুরির র অভিযোগ উঠেছিল। গ্রাহকদের এই অবিযোগ খতিয়ে দেখার পর স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।