করোনা মহামারীর কবলে যখন রাজ্য জুড়ে চলছে লকডাউন ২.০, তখন মানুষের মন ভালো করার রশদ নিয়ে হাজির সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। ইনস্টাগ্রামে তাঁর এবং নীলাঞ্জনের ছবি শেয়ার করে জানালেন নতুন গান মুক্তির খবর। গানটি দেখতে পাবেন Iman Chakraborty Production ইউটিউব চ্যানেলে।
চলতি বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। দুজনেই সঙ্গীত প্রেমী হওয়ায় বেশ উপকারই হয়েছে সাধারণ মানুষের।
গত পয়লা বৈশাখে ইমন নীলাঞ্জনের “সৃজন ছন্দ” দেখেছেন দর্শক। এবার এক নতুন চমক “পানি পানি রে“। গানটির ভোকালে রয়েছেন “ইমন চক্রবর্তী“। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন “নীলাঞ্জন ঘোষ“। গানটির শ্যুটিং হয়েছে বর্ধমানের পানগড়ের জঙ্গলে।
গানটির লিঙ্ক নীচে দেওয়া হলো: