বিগত পাঁচ পাঁচটা মাস, মাস নয়, ছিলো আস্ত বাঁশ। যাইহোক সেই সব কথায় আর নাইবা গেলাম। সামনেই বাঙালীর মহৎসব দুগ্গা পুজো। খারাপ সময় যেন ধীরে ধীরে ঝরে পরে আকাশে বাতাসে কেমন একটা ফুরফুরে মেজাজ, মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব। কিন্তু আমি যে সিঙ্গেল। এই পুজোটাও কি সিঙ্গেলই কাটাতে হবে? এবারও কি মা দুগ্গা আমার জন্য কাউকে পাঠাবে না?………
হঠাৎ করেই ইউটিউব ঘাটতে ঘাটতে শুনতে পেলাম প্রস্মিতার মিষ্টি কণ্ঠে “শুধু তুই ছিলি বলে আমি এখনো সিঙ্গেল“। তিথি দত্তের কথায় আর অমিত মিত্রের সুরে অনবদ্য এক গান।
অমিত মিত্র বলতে “অসুর” সিনেমা দেখার পর যার কম্পজ করা গান শুনে ফেসবুকে কত মেয়েকে লিখেছিলাম “তোর হয়ে যেতে চাই“। কিন্তু কেউকে আমাকে রিপ্লাইয়ে বলেনি “আমি রাধার মত কলঙ্ক যে চাই“। হ্যাঁ ইনিই সেই প্রখ্যাত মিউজিক কম্পোজার অমিত মিত্র।
এ শুধু গান নয় এই পুজোয় সিঙ্গেল দের এনথেমও বলা যেতে পারে। তাই দেরী না করে আই এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে গিয়ে এখুনি শুনে নিন গানটা। আর দেখুন মা দুগ্গা এই পুজোয় আপনার জন্য কাউকে পাঠায় নাকি, বা কেউ আপনাকে বলে নাকি যে “তুই ছিলি বলে আমি এখনো সিঙ্গেল“।