আপনার শরীরে তিল আছে? জেনে নিন এর আপনার অর্থ ভাগ্য কেমন
শরীরের বিভিন্ন স্থানে থাকা তিল কিন্তু এক ইঙ্গিত দেয়, আমরা অনেকেই জানি না তিল থাকার কি মানে, চলুন জেনে নি আপনার ভবিষ্যতে ভাগ্যর সাথে তিলের কোনো সম্পর্ক আছে কি না।
শরীরের বিভিন্ন স্থানে থাকা তিল শুভ অশুভ দুই দিকেই কিন্তু ইঙ্গিত দেয়, যাদের নাকের ডান দিকে তিল থাকে তাহলে সেই মানুষের ধনী হওয়ার সম্ভাবনা থাকে থাকে অত্যন্ত বেশি।
অনেকেরই ঠোঁটের উপর তিল থাকে, যাদের ঠোঁটের উপর তিল থাকে সেই সব মানুষ অত্যন্ত জেদি প্রকৃতির হয় পাশাপাশি তারা অনেক ছোট বয়স থেকে বিপুল অর্থ সম্পদের অধিকারী হয়ে থাকেন।
কোমরে তিল থাকাও কিন্তু ইঙ্গিত দেয় আপনার অর্থ ভাগ্য ভালো, যাদের কোমরে তিল থাকে তাদের ভাগ্যে প্রচুর ধনসম্পদ লেখা থাকে।
সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের দাবি কোনো নারীর শরীরে যদি ছোট্ট এবং গাঢ় রং এর তিল থাকে তাহলে সেই নারী বিয়ের পর ধনী হয়।
বুকে যাদের তিল থাকে তারা শান্তিময় জীবন যাপন করেন, এবং খুব বেশি কষ্ট না করেই ধনবান হয়ে যান।
কানের পাশে তিল থাকলেও সেই ব্যক্তি ধনবান হন।
যাদের ডান হাতে তিল থাকে সেই সমস্ত ব্যাক্তি অনেক অল্প বয়স থেকেই সম্পত্তি লাভ করেন, এদের অর্থ সম্পত্তি পাওয়ার ভাগ্য খুব বেশি থাকে।