পরীক্ষায় ফেল করলে বিয়ে শেষ সিদ্ধান্ত নয়, ২০২০ তে সরকারি নিয়ম
পরীক্ষায় ফেল করলে বিয়ে দিতে হবে – এমন কথা আমাদের দেশে হামেশাই শোনা যায় আমাদের দেশে। কিন্তু ইন্দোনেশিয়ায় এই চিত্রটা অন্য। ফেল করলে নয়, সেখানে পরীক্ষায় পাশ করলেই মিলবে সরকারি সংশাপত্র আর তার পরেই মিলবে বিয়ের অনুমতি।
জানা গেছে, বিয়ে করার জন্য নুন্যতম যোগ্যতা হিসেবে প্রি ওয়েডিং কোর্স করা বাধ্যতামূলক। আর শুধূ কোর্স করলেই নয়, পেতে হবে সঠিক নম্বরও।
২০২০ থেকে এরকমই নিয়ম চালু করছে ইন্দোনেশিয়া সরকার। প্রশাসন সুত্রে এমন তথ্য সামনে এসেছে।
দেশে প্রচুর পরিমানে বিবাহবিচ্ছেদ আটকাতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া। কীভাবে দাম্পত্য জীবন সামলে সংসার সুখের করা যায় তার জন্যই এই প্রশিক্ষণ। তবে এর সঙ্গে বেশ কিছু রোগ ও তার সম্পর্কেও আলোচনা হবে এই পর্বে।
এদেশের হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কো অর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্সি এ প্রসঙ্গে বলেছেন, যাতে বিয়ের পর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হয় তার জন্যই এরকম চিন্তাভাবনা।
সরকারের প্রযোজিত এই প্রি ওয়েডিং কোর্সে কী ভাবে সন্তান মানুষ করবেন এবং যৌন শিক্ষার পর্বও থাকছে।