“কর্মই ধর্ম” বেকার ছেলে-মেয়েদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা মাননীয়া মুখ্যমন্ত্রীর…
সামনেই একুশের ভোট, প্রতিটি দলই প্রায় কোমর বেঁধে নেমে পড়েছে মাঠে। তাই এবার আরেক নতুন প্রকল্প চালু করছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন বেকার যুবক যুবতীদের জন্য তিনি কর্মস্থান প্রকল্প চালু করতে চলেছেন।
খাতরায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই তিনি একাধিক প্রকল্প ও পরিষেবার ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন “আগামী দিনে ২ লক্ষ ছেলেমেয়েকে কাজের সুযোগ করে দেবার ব্যবস্থা করেছি আমি”।
এই প্রকল্পের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” যেমন ধরুন একজন মাছ ওয়ালা সে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে মাছ বিক্রি করে তেমনই আমরা ২ লক্ষ ছেলেমেয়েকে একটি করে বাইক দেবো সেই বাইকের পিছনে একটি করে বাক্স থাকবে সেই বাক্স করে তারা শাড়ী, জামা কাপড়, ইত্যাদি জিনিস বিক্রি করতে পারবেন”।
মাননীয়া জানান তিনি এই প্রকল্পের নাম দিয়েছেন “কর্মই ধর্ম”। কোনো কাজই ছোটো নয়, তেমন কোনো কাজই খারাপ নয়। ২ লক্ষ মানুষকে কাজ দেওয়া মানে ১০ লক্ষেরও বেশী মানুষের অন্নের ব্যবস্থা করে দেওয়া।