Home উৎসব কালীপুজোর রাতে কোনো ভয়ানক ঘটনার সাক্ষী থাকবে না তো শেওড়াফুলির নিস্তারিণী কালীমন্দির?

কালীপুজোর রাতে কোনো ভয়ানক ঘটনার সাক্ষী থাকবে না তো শেওড়াফুলির নিস্তারিণী কালীমন্দির?

কালীপুজোর রাতে রক্তগঙ্গা বইবে না তো, দুশ্চিন্তায় মন্দিরের সেবাইত শেওড়াফুলি রাজ পরিবারের বড় তরফকালীপুজোর রাতে কোনো ভয়ানক ঘটনার সাক্ষী থাকবে না তো শেওড়াফুলির নিস্তারিণী কালীমন্দির, চিন্তায় আছে মন্দিরের সেবাইত শেওড়াফুলি রাজ পরিবারের বড় তরফ, কারণ দুষ্কৃতীরা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে।সেবাইত বড় তরফ অভিযোগ জানিয়েছে শুভাশীষ অধিকারী (কালু) এবং প্রাক্তন পূজারী অরুণ ভট্টাচার্য অমাবস্যার রাতে মন্দিরে বেশ কয়েকজনকে নিয়ে মদ মাংস খাওয়াচ্ছে। তিনি এই ঘটনায় আপত্তি জানালে কালু জানায় তারা মদ মাংস আগেও খেয়েছে, আবার খাবে, বাধা দিলে রক্তগঙ্গা বইয়ে দেবে।

কয়েকমাস ধরে এমন অবস্থা দেখার পর মন্দিরের সেবাইত বড় তরফ পুলিশে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাতেও কাজ হয়নি, বরং পুলিশের একাংশের মদত পেয়ে দুষ্কৃতীরা প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে বলে জানিয়েছেন তিনি। বাধ্য হয়েই তিনি চন্দননগর পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন।আদালতের দারস্ত হয় ১৪৪ ধারা জারি কর হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়।
বড় তরফের সভাপতি বাসবী পাল যিনি ফরাসি ভাষা চর্চার জন্য ফ্রান্স সরকার দ্বারা পুরস্কার পেয়েছেন তিনিও চিঠি দিয়েছেন পুলিশকে এব্যাপারে সহায়তার করার জন্য।মন্দিরের বড় তরফ আরও অভিযোগ জানিয়ে বলেছেন মন্দিরে মদ মাংস,খাওয়া, জুয়া খেলার প্রতিবাদ করায় অভিযুক্ত কালু জানায় প্রশাসন তার হাতের মুঠোয়।

- Advertisment -

জনপ্রিয়

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...

সানি রায়ের পরিচালনায় ‘বিষাক্ত মানুষ’-এর গল্প নিয়ে আসছে সৌরভ, সুমনা, রূপসা…

সানি রায়ের পরিচালনায় বড়ো পর্দায় 'বিষাক্ত মানুষ'-এর গল্প নিয়ে আসছে সৌরভ, সুমনা, রূপসা। সোনম মুভিজের প্রযোজনায় এবং সানি রায়ের পরিচালনায় বড়ো পর্দায় আসছে এক...

বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক সৌম্যজিৎ আদকের প্রথম ছবি ‘অল্প হলেও সত্যি’…

বাংলা ইন্ডাস্ট্রিতে সৌম্যজিৎ আদক এখন বেশ পরিচিত নাম। যার পরিচালনা করা একাধিক শর্ট ফিল্ম দর্শকের মন জয় করেছেন। এবার তিনি ডেবিউ করতে চলেছেন বড়ো...

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...