প্রশংসনীয় উদ্যোগ, মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান পাড়ার একটি ছেলের বোনম্যারো প্রতিস্থাপনের জন্য দিয়েছে নেতাজী কলোনি লো ল্যান্ড দুর্গাপুজো কমিটি
করোনা পরিস্থিতিতে দুর্গা পুজোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে পঞ্চাশ হাজার টাকার অনুদান দিয়েছেন। অনেকেই ভাবছেন সেই টাকা গুলো কাজে অকাজে বেশি খরচ হবে। যারা এমন ভেবেছেন তাদেরকে মিথ্যা প্রমাণ করে বরানগর নেতাজী কলোনি লো ল্যান্ড দুর্গাপুজো দেখিয়ে দিয়েছে অকাজে নয় কিভাবে মুখ্যমন্ত্রীর টাকাকে ভালো কাজে ব্যবহার করেছে এই ক্লাব। ইতিমধ্যেই তাদের প্রচুর রাজ্যের বড় পুজোগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রতিবছরই পূজায় তারা সামাজিক কাজ করে থাকে, এবছর যে ৫০ হাজার টাকা তারা পেয়েছে তা ক্লাবের সদস্যরা পাড়ার এক সাত বছরের ছেলের যার নাম দীপক শাসমল তার বোনম্যারো প্রতিস্থাপনের জন্য দিয়েছেন।
এই প্রসঙ্গে দিলীপ নারায়ণ বসু যিনি পুজোর প্রধান উদ্যোক্তাদের মধ্যে একজন তিনি বলেছেন৷ ৭ বছরের ছেলেটির বাবা পেশায় স্বর্ণকার। এমনিতেই করণা পরিস্থিতিতে তার হাতে কাজ নেই, তার ওপর চিকিৎসকরা যখন তাকে ছেলের বোনম্যারো প্রতিস্থাপন এর কথা জানায় তখন চিন্তায় পড়ে যায় সে। ক্লাবের পক্ষ থেকে ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দেওযা অনুদান থেকে সাহায্য করা হয়েছে, শুধু তা
ই নয়
পুজোর খরচ থেকেও কিছু টাকা সঞ্চয় করে তা থেকে ১০০০ জনকে নতুন জামা, চাল, ডাল, মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রায় ২০০ বছর আগে কলেরায় যখন মানুষের অবস্থা শোচনীয় ঠিক সেই সময় বাংলার এক গ্রামের রাজবাড়িতে রাজা স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন মায়ের পুজো। তাদের পুজোয় মা এর আশির্বাদ মেলে এবং কলেরা কমে যায়। সেই বিশ্বাস থেকেই এবার বরানগর নেতাজি কলোনি লো ল্যান্ডের দুর্গা পুজোয় থার্মোকল, প্লাই দিয়ে তৈরি করা হয়েছে সেই রাজবাড়ি। ১৫ অক্টোবর এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।