Home রাজ্য কল’গার্ল হিসেবে নিজের স্ত্রীকে দেখে স্বামী, শুরু হয় কলহ...

কল’গার্ল হিসেবে নিজের স্ত্রীকে দেখে স্বামী, শুরু হয় কলহ…

কল’গার্ল হিসেবে নিজের স্ত্রীকে দেখে স্বামী, শুরু হয় কলহ

স্ত্রী কে কল’গার্ল হিসেবে এবং স্বামীকে গ্রাহক হিসেবে দেখে চূড়ান্ত ঝামেলা সৃষ্টি হয় দম্পতির মধ্যে।
উত্তরাখণ্ডের কাশীপুরের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চ’ল্য।

এক যুবকের স্ত্রী বিয়ের পরে শ্বশুরবাড়িতে না থেকে তার বাপের বাড়িতেই থাকত।
হঠাৎ একদিন যুবকটি জানতে পারেন তার স্ত্রী একজন কল’গার্ল, কিন্তু কিছুতেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এমনটা হতে পারে। সত্যিটা খুঁজে বের করতে যুবকটি সিদ্ধান্ত নেয়
দালালকে ফোন করেন এবং ফোন করেন ওই কল’গার্লকে। যখন ওই যুবক তার স্ত্রীকে কল’গার্ল হিসাবে দেখে, তখন তিনি বিশ্বাস করেন যে তা স্ত্রী একজন কল’গার্ল।

এর পর স্বামী-স্ত্রী’র মধ্যে তুমুল ঝগড়া হয়, ঘটনাটির পর স্বামী স্ত্রী উভয়ই উভয়ের বিরুদ্ধে পু’লিশ এর কাছে রিপোর্ট করেন। মামলাটির তদন্ত করছে পুলিশ।

দীনেশপুরের বাসিন্দা ওই যুবকের সাথে কয়েক বছর আগে বিয়ে হয় আইটিআই থা’না এলাকার বাসিন্দা এক মহিলার সাথে,বিয়ের পর থেকে ওই মহিলা তার বাপের বাড়িতেই থাকত।

মেয়েটির তার বান্ধবীর সাথে কিছুদিন আগে ঝামেলা হয় তারপর ওই বান্ধবী তার স্বামীকে ফোন করে জানায় যে তার স্ত্রী কল’গার্ল। পরে খোঁজ নিয়ে ওই যুবক জানে যে তার স্ত্রী’ কাজ করে যেই মহিলার মাধ্যমে তার বাড়ি শ্যামাপুরমে। স্ত্রীর বান্ধবীর থেকে সেই দালা’লের নাম্বার নেয় ওই যুবক।

ওই যুবক যখন দালালের কাছে যায় তখন সে ওই যুবকের হোয়াটসঅ্যাপে কলগার্লের ফটো পাঠিয়েছিলেন যার মধ্যে ছিল ওই যুবকের স্ত্রী’র ছবিও । এর পর ওই যুবক তার স্ত্রী’র ছবি পছন্দ করেন এবং চুক্তি হয় দালালের সাথে।

মেয়েটি এরপর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলে সেখানে গিয়ে দেখে গ্রাহক তার স্বামী, শুরু হয়ে যায় লড়াই। ঘটনাটি চলে যায় পু’লিশে কাছে। পুলিশকে তার স্ত্রী এর সম্পর্কে সব কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করে ওই যুবক, অপরদিকে তার স্ত্রী অভিযোগ করেন তার স্বামীর সাথে সম্পর্ক ছিল তার বান্ধবীর।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...