Home রাজ্য কল’গার্ল হিসেবে নিজের স্ত্রীকে দেখে স্বামী, শুরু হয় কলহ...

কল’গার্ল হিসেবে নিজের স্ত্রীকে দেখে স্বামী, শুরু হয় কলহ…

কল’গার্ল হিসেবে নিজের স্ত্রীকে দেখে স্বামী, শুরু হয় কলহ

স্ত্রী কে কল’গার্ল হিসেবে এবং স্বামীকে গ্রাহক হিসেবে দেখে চূড়ান্ত ঝামেলা সৃষ্টি হয় দম্পতির মধ্যে।
উত্তরাখণ্ডের কাশীপুরের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চ’ল্য।

এক যুবকের স্ত্রী বিয়ের পরে শ্বশুরবাড়িতে না থেকে তার বাপের বাড়িতেই থাকত।
হঠাৎ একদিন যুবকটি জানতে পারেন তার স্ত্রী একজন কল’গার্ল, কিন্তু কিছুতেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এমনটা হতে পারে। সত্যিটা খুঁজে বের করতে যুবকটি সিদ্ধান্ত নেয়
দালালকে ফোন করেন এবং ফোন করেন ওই কল’গার্লকে। যখন ওই যুবক তার স্ত্রীকে কল’গার্ল হিসাবে দেখে, তখন তিনি বিশ্বাস করেন যে তা স্ত্রী একজন কল’গার্ল।

এর পর স্বামী-স্ত্রী’র মধ্যে তুমুল ঝগড়া হয়, ঘটনাটির পর স্বামী স্ত্রী উভয়ই উভয়ের বিরুদ্ধে পু’লিশ এর কাছে রিপোর্ট করেন। মামলাটির তদন্ত করছে পুলিশ।

দীনেশপুরের বাসিন্দা ওই যুবকের সাথে কয়েক বছর আগে বিয়ে হয় আইটিআই থা’না এলাকার বাসিন্দা এক মহিলার সাথে,বিয়ের পর থেকে ওই মহিলা তার বাপের বাড়িতেই থাকত।

মেয়েটির তার বান্ধবীর সাথে কিছুদিন আগে ঝামেলা হয় তারপর ওই বান্ধবী তার স্বামীকে ফোন করে জানায় যে তার স্ত্রী কল’গার্ল। পরে খোঁজ নিয়ে ওই যুবক জানে যে তার স্ত্রী’ কাজ করে যেই মহিলার মাধ্যমে তার বাড়ি শ্যামাপুরমে। স্ত্রীর বান্ধবীর থেকে সেই দালা’লের নাম্বার নেয় ওই যুবক।

ওই যুবক যখন দালালের কাছে যায় তখন সে ওই যুবকের হোয়াটসঅ্যাপে কলগার্লের ফটো পাঠিয়েছিলেন যার মধ্যে ছিল ওই যুবকের স্ত্রী’র ছবিও । এর পর ওই যুবক তার স্ত্রী’র ছবি পছন্দ করেন এবং চুক্তি হয় দালালের সাথে।

মেয়েটি এরপর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলে সেখানে গিয়ে দেখে গ্রাহক তার স্বামী, শুরু হয়ে যায় লড়াই। ঘটনাটি চলে যায় পু’লিশে কাছে। পুলিশকে তার স্ত্রী এর সম্পর্কে সব কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করে ওই যুবক, অপরদিকে তার স্ত্রী অভিযোগ করেন তার স্বামীর সাথে সম্পর্ক ছিল তার বান্ধবীর।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...