গত বছরের ১০ অক্টোবর Deziniax Studios ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাওয়া ৩২ মিনিটের একটি ছবি এই হুলো এন্ড মেনি।
খুব স্বল্প সময়ের মধ্যেই দর্শকের প্রিয় হয়ে উঠেছিল এই ছবির মুখ্য দুই চরিত্র হুলো মানে দীপ্ত এবং মেনি, মানালি। এই ছবিটি পরিচালনা করেছিলেন পৃথ্বীশ দাসগুপ্ত। অনেক প্রশংসা পেয়েছে এই ছবিটি।
আরো পড়ুন: ইতি মধ্যেই মুক্তি পেল JR ফিল্মস এর নতুন ছবির পোস্টার “Mr Hero”
আবারও ফিরতে চলেছে এই জুটি হুলো এন্ড মেনি ২ তে। এই ছবিটি প্রযোজনা করছে Deziniax Studios এবং Greymater films। এই ছবিটি পরিচালনা করবেন দেবাঙ্গ পাল। অভিনয়ে থাকছেন শুভম দত্ত , স্বরলিপি ঘোষ, বিকাশ বসু , অভিরূপ চৌধুরী এবং বুল্বুল।
ছবিটির মধ্যে থাকবে অনেক হাসিরস ও অনেক চমক, তাই দেরি না করে চোখ রাখতে থাকুন Deziniax Studios ইউটিউব চ্যানেলে।