হাওড়ায় শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুরে ছাই বহু দোকান
হাওরা এক শপিং মলে বুধবার রাতে এক ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটেছে হাওড়ার গলবারি থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই আগুন লাগার কারণে অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। রাত 3 টে নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্তলে দমকল আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অনেক দিন লকডাউনের পর দোকান খুলেছে সাথে শপিং মলও। এলাকায় অনেক দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি ছিল কিন্তু ঠিক সময় দমকল আসায় সেই ভয়াবহ পরিস্তিতির সম্মুখীন হতে হয় নি এলাকাবাসীকে। দমকল কর্মীরা জানান শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে।