ব্যাস্ততা নিত্যসঙ্গী, তবুও কাজের পাশাপাশি সময় দেওয়া দরকার প্রিয়জনদেরও, আর কাজ এবং পরিবার উভয়কেই গুরুত্ব দিয়ে নিজের জীবনের পথে সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছেন অভিনেত্রী পায়েল সরকার। সিনেমা , সিরিয়ালের শুটিং এর ব্যাস্ততার মাঝেই তার এবং সহেল সাহা র দাম্পত্যজীবনও দিনদিন হয়ে উঠছে আরও বেশি ভালোবাসাময়। দাম্পত্যজীবনের আটমাস অতিক্রম করেছেন তারা, সময়ের সাথে ভালোবাসা, ভরসা,বিশ্বাস আরও বেড়ে চলেছে প্রতিনিয়তI
তাই যে কোনো খুশির দিন দু জনে মিলে উদযাপন করেন এই দম্পতি, সেটা জন্মদিন হোক বা বিবাহত জীবনের আট মাস, পায়েল এবং সহেল এর জীবন খুশির আবহে বয়ে চলুক, আগামী দিনে সুখী হোক তারা, এবং নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রতিনিয়ত মুগ্ধ করুক তিনি এটাই ভগবানের কাছে প্রার্থনা। আগামী ৬ ই সেপ্টেম্বর পায়েল সরকারের জন্মদিন, সেদিন সন্ধ্যা ৬ টায় নিউটাউনের রেট্রো হোটেল ও ক্যাফেতে জন্মদিন পার্টির আয়োজন করা হয়েছে। অভিনেত্রী পায়েলের জন্মদিনে উপস্থিত থাকার জন্য পাস এবং বার্থডে কার্ডেরও ব্যবস্থা করা হয়েছে।