টাকার দাবিতে বধূহত্যার ঘটনা! অভিযুক্ত স্বামী ও শ্বশুর
ফের টাকার দাবিতে বধূহত্যার ঘটনার সাক্ষী রইল বাকুড়া। টাকার দাবিতে পুড়িয়ে মারা হল গৃহবধূকে, অভিযুক্ত মৃতার স্বামী ও শ্বশুর।
বছর তিনেক আগে তরুনী বিয়ে করে বাকুড়ার পাতাপোলা গ্রামে আসেন। কিন্তু কী এমন মর্মান্তিক ঘটনা ঘটল যার জন্য দু বছরের ফুটফুটে শিশুকন্যাকে রেখে অঘোরেই চলে যেতে সল গৃহবধূকে। মৃতার শ্বশুরবাড়ি ঘটনাটিকে আত্মহত্যা ফলে দায়ের করেছেন।
সুত্রে খবর, ২০১৭ সালে বাঁকুড়ার পাতাপোলা গ্রামের রাজীব চন্দের সঙ্গে বিয়ে হয় আখড়ার রুমা দাসের। বিয়ের পর থেকে অন্যত্র জমি কেনার নামে বধূর বাপের বাড়ি থেকে টাকা আনতে জোর করা হয়। আর না নিয়ে আসতে পারায় চলে অকথ্য অত্যাচার ও নির্যাতন। এদিন সকালে গৃহবধূর শ্বশুর মেয়ের বাবাকে ফোন করে মৃত্যুর ঘটনাটি জানান। মৃতার বাবার অভিযোগ, বিয়ের পর থেকে তার মেয়ে বারবার বাবাকে ফোন করে বলত, ” বাবা টাকা দাও না হলে ওরা আমাকে মারধর করছে।” টাকার দাবিতেই মারা হয়েছে তার মেয়েকে এমন জানিয়েছেন তিনি।
মৃত গৃহবধূর দেহ নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, খুনীর উপযুক্ত শাস্তি হোক। অন্যদিকে মৃতার শ্বাশুড়ীর দাবি, ” আমরা ওকে মারধর করতাম না। স্থানীয় লোকেরা ভুলভাল কথা বলছে।” ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।