মেয়েটাকে এত রাতে বাগানে এভাবে একলা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো নীল। হাসপাতালে আজ নীলের প্রথম দিন। রাত এখন প্রায় একটা। ফার্ষ্ট ফ্লোরে পেশেন্ট দেখে করিডোরে আসতেই চোখে পরলো নীচে বাগানের দিকে। সঙ্গে একটা সুবাস। একটা রজনীগন্ধা গাছের সামনে দাঁড়িয়ে আছেন মহিলাটি।বেশ ডেস্পার তো! এত রাতে করছেটাকি এখানে?পেশেন্ট পার্টি নাকি ? কিন্তু ভিজিটিং আওয়ার ছাড়া বাইরের কেউ তো ….
– এই যে শুনছেন… এক্সকিউজ মি …
মেয়েটা পাত্তাও দিলো না। ঠিক একভাবে দাঁড়িয়ে রইলো। বাধ্য হয়ে নীলকে বাগানের দিকে এগোতে হলো। এদিকটায় অন্ধকার বেশি হওয়ায় মেয়েটার মুখ ঠাওর করতে পারলো না নীল। তবে চেহারা দেখে বেশ সুন্দরীই মনে হলো ওর।
– এক্সকিউজ মি ম্যাডাম…
আজব ব্যাপার! মেয়েটা যেন নীলের অস্তিত্ব টেরই পাচ্ছে না। বিরক্ত হলো নীল। ফিরেই যাবে এমন সময় একটা কণ্ঠস্বরে সে থেমে গেলো।
– আমি দাঁড়িয়ে আছি বলে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে?
আমতা আমতা করতে লাগলো নীল। সত্যি তো তার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে কিসের টানে সে এলো! গন্ধটা তীব্র হয়ে এসেছে।
– আসলে এদিকটায় পোকামাকড় খুব বেশি তাই.. তাছাড়া এত রাতে…
– মানুষের চেয়ে ভয়ংকর কেউ আছে নাকি এই পৃথিবীতে?
এ কে রে ? কানা রাত্রে দর্শন আওরাচ্ছে! মুখে অবশ্য ভদ্রতা বজিয়ে রেখে নীল বলল
– প্লিজ ডোন্ট মাইন্ড মি কিন্তু এত রাতে এখানে এভাবে দাড়িয়ে থাকবেন না। দরকার হলে ভেতরে যান। গ্রাউন্ড ফ্লোরে বসবার জায়গা রয়েছে।
নীলের মনে হলো একটা চাপা দীর্ঘশ্বাস বাতাসটাকে ভারী করে তুলল।
– একটা সাহায্য করবেন?
– বলুন
– আমার মুখের একটা দাগ কিছুতেই যাচ্ছে না। খুব বিরক্ত করছে দাগটা জানেন!
– ওহ এই ব্যাপার! স্কিন ডিপার্টমেন্ট এর ড.সেন কাল সকালেই আসবেন আপনি বরং কাল….
– আপনি দেখুন না একটু
মহিলার আকুতিতে এমন কিছু ছিলো তরুন জেনারেল ফিজিশিয়ান নীলাভ মিত্র তা ফেলতে পারলেন না।
– আচ্ছা দেখান। আপনার নামটা জানলে সুবিধা হতো একটু …
অন্ধকারে অসুবিধা হবে দেখে নীল মোবাইল টর্চ অন করলো। টর্চের আলো মহিলার মুখের ওপর পড়তেই বুকের রক্ত জল হয়ে গেলো নীলের। কপাল থেকে শুরু করে বুক পর্যন্ত পুরোপুরি ঝলসে গেছে। কোটর থেকে প্রায় বেরিয়ে আসা পল্লবহীন বীভত্স চোখদুটো তাকিয়ে আছে তার দিকেই। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে তার কানে কানে কেউ বলল
– আমি রজনী। জানেন খুব সুন্দরী ছিলাম। বছর খানেক আগে হাসপাতালে আগুন না লাগলে….কেউ এলো না একটিবার।এখন এই দাগ তুলি কি করে ! একবার দেখুন না প্লিজ……
রাতের রজনীগন্ধা || এ বি ও অরিজিনালস || কলমে- জয়িতা চক্রবর্তী
- Advertisment -