হুগলির মর্মান্তিক ঘটনার পর এবার আরেক ঘটনার সাক্ষী রইলো সাইয়া গ্রামের বাসিন্দারা।
গতকাল সকালে পোলবা থানা অন্তর্গত সইয়া গ্রামে ঘটে গেলো সেরকমই এক দুর্ভাগ্য জনক ঘটনা। পোলবা থানা অন্তর্গত সাইয়া গ্রামের এক বাসিন্দা তার বাচ্চা কে নিয়ে জান কেদারা স্বাস্থ্য কেন্দ্রে পোলিও টিকা দেবার জন্য। কিন্তু সেখানে বাচ্চাটির দিকে না তাকিয়ে তার হাতে ইঞ্জেকশন দেওয়া হয় বলে অভিযান তুলেছেন শিশুটির পরিবার।
শিশুটির পরিবারের অভিযোগ যে কেদারা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী এক মহিলা ওই দিন টিকা দিচ্ছিলেন। করোনার কারণে তারা শিশুটির দিকে না তাকিয়ে তার হাতে ইঞ্জেকশন দেয়। শিশুটির মা সেই সময় এই ঘটনার প্রতিবাদ জানলে তাকে বলা হয় “এখন এই অবস্থায় শিশুটির জীবনের থেকে তাদের(স্বাস্থ্য কর্মীদের) জীবনের দাম নাকি অনেক বেশি। তারা নাকি তাদের কাজ ঠিক মতোই করছে”। শিশুটি কাঁদলে তার মা বরফ দেবার কথা বললে তাকে বলা হয় “না বরফের প্রয়োজন নেই, আরো বলা হয় সে যদি আরো কথা বলে তাহলে তাকে সেই ঘর থেকে বের করে দেওয়া হবে”।
অতপর, শিশুটিকে বাড়ি নিয়ে আসলে তার হাতে কালসিটে দাগ পরে যায় এবং প্রচন্ড পরিমাণে তার জর আসে। রাতে মুখ দিয়ে রক্ত উঠে প্রাণ হারায় ফুলের মত ছোট্ট শিশুটি।
তার পরিবারের দাবি স্বাস্থ্য কর্মীদের এই কর্মকাণ্ডের কারণেই তার বাচ্চা অকালে প্রাণ হারিয়েছে। তারা এই স্বাস্থ্য কর্মীদের যোগ্য শাস্তি চেয়েছেন। তাদের দাবি এরকম যেনো না হয়, তাদের অবহেলার কারণে আর কোনো মায়ের কোল যেনো শূন্য না হয়।