পুলিশের নজর এড়িয়ে পালিয়ে গেলেও অবশেষে পুনরায় আসামীকে আটক করল চন্ডীতলা থানার পুলিশ।
প্রায় মাস সাতেক আগে পালিয়ে যাওয়া আসামীকে আটক করল হুগলীর চন্ডীতলা থানার পুলিশ। শেখ ইসরাইল নামে ওই ব্যক্তি মেডিক্যাল করতে যাওয়ার সময় পুলিশ কর্মীদের চোখে ফাকি দিয়ে পালিয়ে যায়।
হুগলীর চন্ডীতলা থানার পুলিশ সাফল্যের সাথে সেই আসামীকে আজ গ্রেফতার করে। ওই ব্যাক্তিকে আটক করা হয় মামুদপুর বাজার এলাকা থেকে। বিশেষ সূত্রে খবর পাওয়ায় হুগলির চন্ডীতলা থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ ও অনিল রাজ একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরী করে পাকড়াও করে অভিযুক্তকে।
গত ১৬ ফেব্রুয়ারি চন্ডীতলা হাসপাতালে মেডিক্যাল করাতে নিয়ে যাওয়ার সময় পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি জানিয়েছেন অনিল রাজ যিনি এই ঘটনার তদন্তকারী অফিসার।
এই ঘটনায় চন্ডীতলা থানার এক এস আই, এক এ এস আই এবং আরও এক কনস্টেবল কে সাসপেন্ড করেন গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। চন্ডীতলা থানার পুলিশের সাফল্যে খুশির আমেজ গ্রামীণ পুলিশ কর্মীদের মধ্যে।