Home বাংলাদেশ এই অবস্থায় সুশন্তের মতই কি আত্মহত্যা করবে Hero Alom??

এই অবস্থায় সুশন্তের মতই কি আত্মহত্যা করবে Hero Alom??

সুশান্তের মতো অবস্থা, কিন্তু তিনি আত্মহত্যার বিরোধী, জানালেন হিরো আলম

একমাস আগে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত, আত্মহত্যার পেছনে কি কারণ তা এখনো সামনে আসেনি, চলছে তদন্ত। অনেকে মনে করছেন অবসাদ, নেপোটিজম এর মতো বিষয়গুলি আছে এর নেপথ্যে।

এবার লাইভে এসে নিজের প্রতিক্রিয়া জানাল হিরো আলম, তাকেও নাকি বাদ দেওয়া হয়েছে ছবি থেকে, অনন্ত জলিল সিনেমা থেকে তাকে বাদ দিছে, তাড়িয়ে দিয়েছে। মানুষ তাকে নিয়ে ব্যাঙ্গ করছে। সুশান্তকেও এমন অপমান করা হয়েছিল যার কারণেই সুশান্ত আত্মহত্যা করে, এমনটাই অভিমত হিরো আলম। আর সেই অভিমত শুক্রবার লাইভে তুলে ধরলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি আরও বলেন তাকে অনেক hero-লাঞ্ছনা সহ্য করতে হয়েছে কিন্তু তিনি কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না, কারণ আত্মহত্যা মহাপাপ। আর পাপের ভাগীদার তিনি হতে চান না বরং তিনি দেখিয়ে দিতে চান সকলকে যে তিনিও পারেন, খুব শীঘ্রই তিনি দুটো বড় ছবির ঘোষণা করবেন।

হিরো আলম শুক্রবার ফেসবুকে লাইভে বলেন অনন্ত জলিল তাকে সিনেমায় নিজে থেকেই নিয়ে বাদ দিয়েছে, অপমান করেছে তাকে, সাংবাদিকরা বারবার জানতে চাইছে কেন তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হল, আলম মনে করেন এর বিচার আল্লাহ করবে।

হিরো আলমকে সিনেমা থেকে বাদ প্রসঙ্গে অনন্ত জলিল বলেছেন হিরো আলমকে নিয়ে কোনও সিনেমা তিনি বানাবেন না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানিও তিনি ফেরৎ নেবেনা। সম্প্রতি হিরো আলমের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ায় বেশিরভাগ বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলম কে নিয়ে সিনেমা বানাতে নিষেধ করেছে।
তিনি বলেন, হিরো আলমের এসব বিতর্কিত এই সব বিষয়ের জন্য তিনি তাকে নেয়নি। দীর্ঘদিন তিনি চলচ্চিত্র জগতে সম্মানের সঙ্গে কাজ করে চলেছেন, এই সম্মান বজায় রাখতে বিতর্কিত কাউকে নিতে চান না তিনি।

এর আগে অবশ্য অনন্ত জলিল এক সাক্ষাৎকারে বলেন, হিরো আলম যে পর্যায়ে চলে গেছে তাতে তাঁকে ছোটখাটো চরিত্র দেওয়া যাবে না। এখন তিনি যেই ছবি নিয়ে কাজ করছেন তাতে অনেক ছোটখাটো চরিত্র রয়েছে, তাই সেখানে হিরো আলমকে নেওয়া যাবে না। কথা দেওয়ার কারনে তাঁর আগামী ছবিতে তাকে বড় চরিত্রে তিনি অবশ্যই হিরো আলমকে নেবেন ।

- Advertisment -

জনপ্রিয়

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...

লোকগান ‘ঠাকুরজামাই’ মিউজিক ভিডিওতে অন্যরূপে দেখা মিললো স্বস্তিকা দত্তের….

ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার...

Platform 8 OTT’ তে সদ্য রিলিজ হলো সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার ছবি “সর্ষেফুল”…

সম্প্রতি আকাশ বাংলার প্রস্তুতি প্লাটফর্ম 8 OTT তে সদ্য মুক্তি পেলো Roll Camera Action এর প্রযোজনায় নির্মিত, এবং সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার...

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...