রোজ গোছা গোছা চুল উঠছে? কিছুতেই কোন ফল পাচ্ছেন না? মেনে চলুন কয়েকটি ছোট্ট ট্রিকস
অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন? চুল পড়ে মাথা টাক হয়ে যাচ্ছে? চলুন তা হলে চটজলদী কয়েকটি টিপস মেনে চলুন
১) মেথি আর অলিভ ওয়েল প্যাক – আপনি যদি চুল পড়ার শিকার হন তা হলে এটা আপনার জন্য প্রথম টিপস।
উপকরণঃ
২ চামচ মেথি
২ চামচ অলিভ অয়েল
পদ্ধতি : – মেথি সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ওটা দিয়ে স্মুদ পেস্ট করে নিন। তারপর তাতে কিছু সামান্য আমন্ড হেয়ার ওয়েল দিয়ে স্ক্যাল্প ভালো করে ম্যাসাজ করুন। এরপর স্যাম্পু দিয়ে হালকা করে চুল ধুয়ে নিন।
২) অ্যালোভেরা ও জোজোবার হেয়ার প্যাক – রোজ রাস্তায় বেরিয়ে চুলের যা তা অবস্থা? চুলের আগা ফেটে গেছে? পড়ে যাচ্ছে? তা হলে এই অ্যালোভেরা ও জোবাবার প্যাকটা ব্যবহার করুন। অ্যালোভেরা চুলকে শক্তি জোগায় ও চুলকে নরম করে গোড়াকে মজবুত করে। জোবাবা চুলে অ্যান্টিঅক্সিডেন্টের সরবরহ করে।
উপকরণঃ
২ চামচ অ্যালোভেরার রস
৫ টা জবা ফুল
অ্যালোভেরা ও জবা ফুলকে মিক্সিতে বেটে চুলে লাগিয়ে নিন। চুল শুকিয়ে গেলে তা ধুয়ে ফেলুন। টানা একমাস ব্যবহার করলে আপনিই পরিবর্তনটা দেখতে পাবেন।
খুশকির সমস্যা? চিন্তা নেই
খুশকির জন্য চুলের নাজেহাল অবস্থা? শুধু চুল পড়ে যাচ্ছে? তবে এখনি সেই সমস্যাকে টাটা বলার সময়
উপকরণঃ
৩-৪ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল
১৫-২০ ফোঁটা নারকেল
পদ্ধতি – রোজমেরি এসেনশিয়াল অয়েল ও নারকেল তেল মিশিয়ে ভালো করে স্ক্যাল্পে লাগান এবং দু ঘন্টা পর ধুয়ে ফেলুন আর একমাস ব্যবহারেই চুলের ম্যাজিক দেখুন।
তাহলে? আর বন্ধুরা দেরী কেন? ফটাফট টিপস গুলো কাজে লাগিয়ে চুলকেও স্বাস্থ্যবান করে ফেলুন