গুলজারের জন্মদিনে সুন্দর উপহার বাংলার শিল্পীদের
তীব্র অন্ধকারে আলো জ্বালাতে মনে আসে এক নাম, কিংবদন্তী শিল্পী গুলজারের নাম, ১৮ অগাস্ট তাঁর জন্মদিন। বাংলার পক্ষ থেকে তাকে শ্রদ্ধাজ্ঞাপনে এক উপহারের আয়োজন করেছে তাঁর কয়েকজন ভক্তরা।
কয়েকজন বিশিষ্ট শিল্পী
গুলজারের জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদনে একটি ভিডিও করেছেন। জনপ্রিয় বাচিকশিল্পী রাজা দাস, চলচ্চিত্র নির্মাতা রঞ্জয় রায়চৌধুরী, প্রীথা চক্রবর্তী, সুরকার আশু চক্রবর্তীর মতো বিশিষ্ট শিল্পীরা মিলে এই ভিডিওটি করেছেন। গুলজারের শায়েরীর বাংলা অনুবাদ আবৃত্তি করেছেন রাজা নিজে , রঞ্জয়, প্রীথার নির্দেশনায়, আশুর সঙ্গীত নির্দেশনায়, তৈরী এই ভিডিওটি ১৮ অগাস্ট গুলজারের জন্মদিনে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।
গুলজারের লেখা পাঠের ইচ্ছা বরাবরই ছিল রাজার।
গুলজারের লেখা ‘ম্যায় কুছ কুছ ভুলতা জাটা হুন, মুঝকো ভী এক তর্কিব শিখা দো’ , ‘ইয়াদ হ্যায়, রোজ মেরে মেজ পে বৈঠে বৈঠে’ – এই শায়রী গুলো বাংলাতে অনুবাদ করে বাংলায় তুলে ধরার এক প্রয়াস করা হয়েছে । রাজার বন্ধু পীযূষ গুলজারের বেশ কিছু লেখা অনুবাদ করে দেওয়ার পর বিখ্যাত সঙ্গীত পরিচালক আশু চক্রবর্তীকে গোটা পরিকল্পনাটার কথা জানানো হলে আবহ সৃষ্টি হয়। রণজয় আর.সি শুরু করল নির্দেশনার কাজ ,দৃশ্য নির্মাণ হল। কাজটির সম্পাদনা করেছেন পৃথা চক্রবর্তী।