রাজ্য পরিবহণ নিগমের নতুন উদ্যোগ স্বল্প খরচে হেরিটেজ ক্রুজে চড়ে শহরের নানা প্রতিটি ঐতিহাসিক ঘাট পরিভ্রমণের সুযোগ।
একেক জনের টিকিট মূল্য মাত্র ৩৯ টাকা। পুজোর আগেই এমন এক উদ্যোগে খুশি সাধারণ মানুষ। দীর্ঘ লকডাউন কাটিয়ে উঠে এমন এক পরিষেবা মানুষকে করোনার আবহে এক শান্তি এনে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।
পরিষেবাটি চালু থাকবের সপ্তাহে ৭ দিনই৷
সোম থেকে শুক্রবার বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬ টা দুবার লঞ্চযাত্রা হলেও যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই উইকএন্ড এর দুটো দিন এবং ছুটির দিনে দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে ২ ঘন্টা অন্তর চারবার করে হবে এই লঞ্চযাত্রা।
মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চযাত্রা শুরু করে সেখানেই এসে সমাপ্ত হবে লঞ্চযাত্রা।
এই লঞ্চভ্রমণে দেড় ঘন্টা সময়ে দেখানো হবে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদি বাগ স্টেশন, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ মন্দির ও শ্মশান কালীর মন্দির।
বিখ্যাত এই সমস্ত স্থান দেখার পাশাপাশি গাইডের থেকে ঘাটগুলির বিস্তারিত ইতিহাসও জানা যাবে।
যাত্রাপথে শুনতে পারবেন রবীন্দ্রসংগীত। মনোরম এই যাত্রাপথে পেটপুজোর সুযোগও থাকবে।
লঞ্চের মধ্যেই থাকা ক্যাফেটারিয়াতে ইচ্ছামত খাবার খাওয়া যাবে।
তবে খাবারের অতিরিক্ত খরচ ভ্রমনকারীকেই বহন করতে হবে। তবে জল পাওয়া যাবে বিনামূল্যে।
কলকাতাতেও এই ক্রুজ রাইড জনপ্রিয় হবে বলেই আশাবাদী পরিবহণ নিগমের আধিকারিকরা।
করোনা পরিস্থিতিতে অনেকেই দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন না, কাছাকাছি ভ্রমণ স্থানগুলিতে যেতেই বেশি পছন্দ করছেন মানুষ। ইতিমধ্যেই পার্ক, চিড়িয়াখানার মতো একাধিক ভ্রমণস্থান পর্যটকদের জন্য পুনরায় খোলা হয়েছে।
তবে পুজোর আগে সামান্য টাকার টিকিটে ক্রুজ ভ্রমণ চালু হওয়ায় শহরবাসী উচ্ছ্বসিত। পুজোর আগে ক্রুজে চড়ার পরিকল্পনা ইতিমধ্যেই সেড়ে ফেলেছেন অনেকেই।