2022 সালে জানুয়ারি মাসে windows 7 এর জন্য সম্পুর্ণ রূপে বন্ধ হয়ে যাচ্ছে Google Chrome এর পরিষেবা।
সূত্রের খবর অনুযায়ী, করোনা মহামারীর কারণে 2022 সাল পর্যন্ত Google Chrome এর পরিষেবা চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। 2021 এর জুন মাস থেকে সংস্থা Google Chrome এর পরিষেবা বন্ধ করার ব্যবস্থা করেছিল।
এর ফলে বেশ অনেকটাই ক্ষতি হবে কর্মক্ষেত্রে। কারণ সারাবিশ্বে ব্যবহৃত কম্পিউটার গুলির মধ্যে 20.93% windows 7 ব্যবহার করেন। Google এর এই সিদ্ধান্ত কোটি কোটি Google Chrome ব্যবহারকারী কে প্রভাবিত করবে।
হ্যাঁ তবে Google Chrome windows 10 অপারেটিং সিস্টেম এ চলবে। Google Chrome ব্যবহার করতে গেলে ব্যবহারকারীদের সিস্টেমটি আপডেট করতে হবে।
Breaking News: এবার বন্ধ হয়ে যাচ্ছে Google Chrome এর পরিষেবা…
- Advertisment -