কীটনাশক খেয়ে অসুস্থ গোখরো, স্মরন নিল শিবলিঙ্গের
কীটনাশক খেয়ে অসুস্থ গোখরো। টানা তিনদিন শিবলিঙ্গে জড়িয়ে ভগবান শিবের স্মরনে সে। এমনি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবা অঞ্চলে।
স্থানীয় সুত্রে খবর, টানা তিনদিন গোখরোটিকে শিবলিঙ্গ জড়িয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সম্ভবত কীটনাশক খেয়ে এই হাল। এরপর বনদপ্তরে খবর দেন তারা।
বনদপ্তরের কর্মীরা জানান, কোন কীটনাশক তার গায়ে লেগে অসুস্থ হয়ে পড়েছে সে। আর সেই কারনে মহাদেবের স্মরন নিয়েছে।