Home জেলার খবর রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে চলছে অশরীরির উপদ্রব!

রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে চলছে অশরীরির উপদ্রব!

মেদিনীপুরের রাইপুর গ্রাম জুড়ে অশরীরির উপদ্রব!

একে শুক্রবার। এমন দিনটিকে পশ্চিমী দুনিয়ায় ভূতের তান্ডবের দিন বলা হয় বটে। অবশ‍্য পশ্চিম মেদিনীপুরের রাইপুর এলাকার বাসিন্দারা বিগত কয়েকদিন ধরে ভূতের ভয়ে কাটা হয়ে আছেন। রাতে তো দূর অস্ত দিনের বেলায় বেরোতে চাইছেন না কেউ।

কিন্ত কোথা থেকে এল ভূতের আতঙ্ক? সুত্রে খবর, ভূতের কথা এক পরিবারকে জানানোর পর সেই পরিবারের একজনে দুর্ঘটনায় মৃত্যু হয়। তারপর পরিবারটি গ্রাম ছেড়ে চলে যায়। আর তখন থেকে গ্রামবাসীকে গ্রাস করেছে ভূতের আতঙ্ক।

স্থানীয় সুত্রে খবর, গ্রামের এক বাসিন্দা সমর বারিক নামে এক ব‍্যক্তি কয়েকদিন আগে তার পরিবারকে জানান বাড়িতে ভূত এসেছে। সেই ভূত মেরে ফেলবে পরিবারের সকলকে। ঘটনাচক্রে কয়েকদিন পর দুঘটনার মারা যান সমর বাবু। এই ঘটনায় পরিবারটি তো বটেই আশেপাশের বাসিন্দারাও ভয়ে কাটা হয়ে রয়েছেন। যা ধীরে ধীরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে।

আর এই পরিস্থিতিতে বাড়ি ছেড়ে চলে যান বারিক পরিবার। সন্ধ‍্যা হলেই গ্রামজুড়ে নেমে আসে আতঙ্কের ছায়া। মনের মধ‍্যে ভূতের এত ভয় যে বাচ্চারা সকালে স্কুলে আসতেও ভয় পাচ্ছেন। গোটা গ্রাম জুড়ে আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। ঘটনা শুনে গ্রামে আসতে চাচ্ছেন না তাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন। গ্রামবাসীদের অনেকেরই দাবি তারা অলৌকিক কান্ডকারখানা দেখেছেন, দেখেছেন কিছু ভৌতিক কান্ড। কমবেশী আতঙ্কিত সকলেই। তবে পুলিশের পক্ষ থেকে খোজখবর নেওয়া হচ্ছে। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই কুসংস্কার বিষয়ে গ্রামবাসীদের বোঝানো হডে বলেও জানা গিয়েছে।

- Advertisment -

জনপ্রিয়

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...

হঠাৎ করে গরম দার্জিলিং এ, অবাক এবং হতাশ পর্যটকেরা

গরম থেকে বাচতে শৈলশহরে এসেও গরম।হ্যা অবাক হলেও সত্যি ঘটনা দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 ডিগ্রীতে।পর্যটকেরা এসে গরম জামাকাপড় খুলে বের হচ্ছেন।কোন কোন...

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...