আজ থেকে বেশ কয়েক মাস আগেই সঙ্কটময় কোরোনা পরিস্থিতির মাঝে প্রবাসী বাঙালী অভিজিৎ সামন্তর উদ্যোগে গড়ে ওঠা বাংলা গানের ইয়ুটিউব চ্যানেল গানের পাখি। যা তার বাংলার প্রতি ভালোবাসা কেই শুধু নয় , যা পরিচয় দেয় তার শৈল্পিক সত্ত্বারও। গানের পাখি ইয়ুটিউব চ্যানেলে আমরা দুই প্রবাসী বাঙালীর অর্থ্যৎ অভিজিৎ ইন্দ্রনীল জুটির শৈল্পিক পারদর্ষিতার যে নিদর্শন পাই তা অবাক করা।
খুব সল্প দিনেই গানের পাখির জনপ্রিয়তা চোখে পরার মত। একের পর এক অনবদ্য গানই গানের পাখির সাফল্যের মূল চাবিকাঠি। বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী পটা, মধুরা, সোহিনী, রনী আরও অনেক বিশিষ্ট শিল্পী ইতিমধ্যেই গান গেয়ে ফেলেছেন গানের পাখির ইয়ুটিউব চ্যানেলে অভিজিৎ ইন্দ্রনীল জুটির লেখা ও সুরে।
ইতিমধ্যেই তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো আরও একটি অসাধারণ গান ‘থেকো পাশে‘। গানটি গেয়েছেন তিতিক্সা চৌধুরি ও সায়ম পাল এবং এই গানটির মিউজিক প্রডিউসার নীলাঞ্জন ঘোষ।
এই গানটি শুনতে হলে আপনাদের অবশ্যই যেতে হবে গানের পাখির অফিশিয়াল ইয়ুটিউব চ্যানেলে। নিচে লিঙ্ক দেওয়া হলো-